Sunday 29 December 2019

পাগল

যেদিন হঠাৎ ই বুঝতে পারলাম আমি 
সারা জীবন কেটে গেছে 
নানান রঙের মুখোশ পরে
এখন সেগুলো খোলার সময় 
আমি টান মেরে সব গুলো মুখোশ 
ছুঁড়ে ফেলে দিলাম 
রাস্তায় এসে দাঁড়িয়ে আকাশে তাকালাম 
নরম রোদের স্পর্শ দিয়ে 
সূর্য আমার মুখ চুম্বন করে স্বাগত জানাল
আমি হেঁটে চললাম পথ দিয়ে
চারিদিকে চেনা মুখ 
অথচ কেউ চিনতে পারলো না আমাকে
কারণ সবাই আমার মুখোশ গুলো দেখেছে 
আমাকে দেখেনি 
তখন সেই প্রশ্ন এলো মাথায়
আচ্ছা ওরাও কি মুখোশ পরে রয়েছে 
ভীষণ হাসি পেলো 
হা হা করে হেসে উঠলাম আমি 
সবাই আমাকে পাগল ভেবে এড়িয়ে গেল
আমি গেয়ে উঠলাম 
পাগল হয়ে বন্ধু পাগল বানাইলে পাগল

#বিপন্নবিস্ময়

Thursday 19 December 2019

কেন লিখি


আমি যা দেখি তাই নিয়ে লিখি 
কেউ মনে করতে ই পারে 
এ সব ই নেহাৎ মূল্যহীন বা অর্থবিহীন
শব্দের কারিকুরি 
সাদা পাতায় কালো কালির আঁচড় মাত্র
তবে নিশ্চয় কেউ আছে কোথাও 
যে এগুলি মন দিয়ে পড়ে 
বুঝতে চেষ্টা করে
আমি প্রকৃত পক্ষে কে 
কি বলতে চাইলাম বা বলতে পারিনি
সে যেখানেই থাক 
আমার হৃদয়ের সবটুকু উষ্ণ শুভেচ্ছা 
তার জন্য রইলো এই শীতের সন্ধ্যায়
ধূসর দিগন্তের মাঝে টিম টিম তারার আলো
সেই অজানা মানুষটি আমায় পথ দেখায়
যখন মনে হয় এ সব কেন লিখি
কিসের জন্য ই বা লিখি
#বিপন্নবিস্ময়






Sunday 17 November 2019

আর কিছুই বাকি রাখল না 
জীবন একে একে গ্রাস করে ফেলে
অবাক হওয়ার সব উপাদান
সব কিছু জেনে যাবার পর মনে হয় 
এতটা না জানলেও কিছু হত না
কিছু রহস্য রয়ে গেলে ভালো হত

Friday 15 November 2019

অস্তিত্ব

সকাল সকাল ঘুম ভেঙে আড়মোড়া ছাড়ার সময়
হঠাৎ করে মাথায় এলো এভাবে চলতে পারে না
না, রাজি নয় আমি অন্যান্য দিনের মত 
আজ কেও গতানুগতিক ভাবে কাটিয়ে দিতে
ট্যালটেলে ঝোল মাখা ভাত খেয়ে ঢেঁকুর নয়
আজ রাস্তার মোড়ে দাঁড়িয়ে পথচারীদের 
হাতে গোলাপ ধরিয়ে জাপটে ধরে চুমু খাব গালে
তারপর করজোড়ে প্রনাম করে 
আমার সমস্ত ভুল , যা আমি করেছি বা করিনি
সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নেব, কারন আজ 
বাস্তবতাকে অতিক্রম করে মুক্ত হওয়ার দিন
সময়ের আধুনিক দর্শনে আমার নতুন জিনিস
নৈতিকতার জন্য অপরিহার্য গুরুতর সাহস
আজ অস্তিত্বের কথা স্বীকার করে নেওয়ার দিন 
তাতে যদি ভেঙে যায় অনেক হৃদয় , যাক না
আমি নিজের হৃদয় কে আর ভারী করে রাখব না 

Monday 11 November 2019

কত কি পাবার ছিল

মারা যাওয়ার আগে একবার
বুকের খাঁচার শেষ নিঃশ্বাস নিংড়ে দিয়ে 
শেষ বারের মত চোখ বন্ধ করে 
আমি খুঁজবো তোমায়
সেই অন্ধকারে এসো তুমি আলোর মালায়
ভাসিয়ে দিয়ে যেও সমস্ত চেতনার
আনাচে কানাচে কোনে বা প্রান্তরে
তীব্র স্ফুলিঙ্গের জ্বলজ্বল শিখায়
বর্ষার বেগবতী নদীর প্রবাহে
আমার হৃদয় ছুঁয়ে কড়া নেড়ে বিলি করে দিও
সেই চিঠি গুলো যা কোনদিন পৌঁছতে পারেনি
আমার ছন্নছাড়া যাযাবর জীবনের ঠিকানায়
ফিস ফিস করে সান্ত্বনা জড়ানো কণ্ঠে
আমার নাম ধরে ডেকে বুঝিও দিও
তোমার কাছ থেকে কত কি পাবার ছিল আমার
আর এই শেষ বেলায় এসে কত কি হারালাম 

Thursday 7 November 2019

চিরকাল

চিরকাল কতদিন স্থায়ী হয় সময়ের হিসাবে
গ্রীষ্ম শীত বসন্তের স্মৃতি নিয়ে
কতদিন বেঁচে থাকে বিশাল মহীরুহ
পূর্ণিমার আলো গায়ে মেখে 
শিশির ভেজা সন্ধ্যা গুলির সাথে
সারি সারি কবরের 'পরে
রেখে দিয়ে শুকনো পাতার দীর্ঘশ্বাস
কতদিন লাগে শুকিয়ে যাওয়া শেকড়ের
মাটির গভীরে অঙ্গার হয়ে যেতে 
তারপর লাভা স্রোতের সাথে মিশে
একদিন পুড়ে ছাই হয়ে যাওয়া
চিরকাল ই এই ভাবে শেষ হয় চিরকাল

Tuesday 22 October 2019

তার শরীরের প্রত্যেক ভাঁজে
ঢেউ তোলা উল্লাস
আমার রক্তে আগুন ধরিয়ে দেয়
স্পষ্ট ইঙ্গিত পাই
তছনছ করে দেবে এই ঝড়
আমার সাজানো সংযমের
আপাতগম্ভীর উদাসীন সাধুর খোলস
#বিপন্নবিস্ময়

Sunday 6 October 2019

শরতের রোদ


এভাবেই পড়ে থাকে অর্ধ সমাপ্ত ক্যানভাস
মরচে ধরা গ্রীলের জানালার ফাঁক দিয়ে
যখন শরতের রোদ এসে উঁকি দেয়
জলছবির রং দিয়ে সাজানো পৃথিবী
মুহূর্তের জন্য স্থির চালচিত্র
এই দৃশ্য আঁকা কি সম্ভব আমার পক্ষে
কিভাবেই বা বন্দী করি একে ক্যামেরার ফ্রেমে
কেউ চাইলেই কি
এই সাম্রাজ্যের মালিক হতে পারে
তার চেয়ে এই ভালো লাগা টুকু থাক
ভালোবাসার ছোঁয়া নিয়ে আমাদের মাঝে


Thursday 3 October 2019

তোমার চুম্বন

তোমার চুম্বনে নেশা ধরা

কোন সুগন্ধি মশলার স্বাদ পাই

মাতাল করা ফুলের গন্ধ পাই 

নির্জন দ্বীপের মাঝে অজানা লতার খোঁজ পাই

গভীর আশ্লেষে এক তীব্র সুখের ছোঁয়া পাই

কোনো জাদুকরী মায়াতে অবশ হয়ে 

আমি চোরা স্রোতে ভেসে যাই

ইচ্ছের ডানা মেলে তোমার মাঝে

হারিয়ে যেতে চাই

জীবনে সময় বাকি আর কিছু দিন

জানিনা তারপর কি হবে আমার

এই পৃথিবীতে তোমার চুম্বন বাঁচার রসদ 

আর ও বেশী করে তুমি চুম্বন করো আমায়

সহানুভূতির চিহ্ন

প্রাচীন এই নদীর ধারে বিশাল অরণ্যে
সমাহিত আছে সহানুভূতির শেষ চিহ্ন ফলক
আজকের হৃদয়ে বাস করা ধূসর ধন্যবাদ
হঠাৎ মুখোমুখি দ্বৈত বাস্তবের মায়াজালে
অতীত রোমন্থনের নিঃসঙ্গ রঙে ভোর আসে
দীর্ঘ রাতের প্রতীক্ষার পরে পাতা ঝরা বিচরণভূমিতে
প্রতিটি শ্বাসের মধ্যে বেঁচে থাকার গভীর আকাঙ্খা
অতিবাহিত জীবনের খন্ড চিত্রপট মেলে ধরে

Wednesday 2 October 2019

অশান্ত বিকেল

অশান্ত বিকেল খুঁজে ফেরে এক রক্ত মাখা রাত্রি
হিংস্র কোন দুঃস্বপ্নের ছোঁয়ায়
ঘুমন্ত শ্বাপদ জেগে উঠে শিকারের খোঁজে
এ গলি ও গলি ছুটে বেড়ায়
পোড়া মাংসের গন্ধ ওঠে হাজার চিতার ধোঁয়ায়
এ বড় কঠিন সময়
অন্ধকারেও আততায়ীর মুখ বড় চেনা লাগে
আপন যাদের ভেবেছিলে তাদের অচেনা লাগে
কাউকে কখন ও বাঁচাবার চেষ্টা করে দেখা হয়নি
নিজেকে বাঁচিয়ে এসেছি সব কিছু থেকে
আজ আমায় বাঁচাবে কে এই ঘোর অমানিশায়

Tuesday 1 October 2019

তুমি একটুও বদলে যাওনি

আমাকে ভেবে আঁকিবুঁকি কাটো
হিসাবের খাতার পেছনের পাতায়
আপন মনে পুরোনো দিনের কথা মনে করে
পেন্সিল এর আঁচড় গুলো
থমকে যায় হঠাৎ করে
বিশেষ কোনো মুহূর্তের স্মৃতিতে গিয়ে ফিরে
ঝাপসা ধোঁয়ার মাঝে হারিয়ে যেতে যেতে
এক চিলতে হাসি ফোটে ঠোঁটের কোণে
এভাবেই ফিরে এসো আবার আমার কাছে
আমার থেকে অনেকদুরেও থেকে আমার মনে
না তুমি একটুও বদলে যাওনি
ঠিক আগের মতোই আছো আমি জানি

Sunday 29 September 2019

সমুদ্র পরী

ভঙ্গুর তরঙ্গগুলির ক্লান্তিহীন উদ্দাম আদরে
গোধূলির গোলাপি দিগন্ত জুড়ে
বিদায়ী দিনের রেশ
ধীরে ধীরে গ্রাস করে চরাচর
সব দিক মুছে যায়
রহস্যের ছোঁয়া লাগা রাতের অন্ধকারে
অস্থির গভীরতায়
কিসের আকাঙ্ক্ষা নিয়ে
সমুদ্রের পরী ফ্যাকাশে চাঁদ এর
সাথে ফিসফিস করে কথা বলে
জ্যোৎস্নার আলোতে

Thursday 26 September 2019

পিতামহের মুখ

গতকাল ম্লান গোধূলির আলোয়
মেঘের মাঝে হঠাৎ দেখি
আমার পিতামহের মুখ
শান্ত সমাহিত কিন্তু কিছুটা মলিন
যেন কোন দুঃখের খবর দিতে চান
ছিন্নবিচ্ছিন্ন আমি দেখি দূর থেকে
তাঁর অসহায় মুখ
তাঁর দুঃখের কারন জানিনা আমি
অথচ মনে হয় যদি পাশে বসে
হাত দুটি ধরে ফিরে যেতে
পারতাম শৈশবের দিনে
হয়ত বেশ খুশি হতেন তিনি
আমিও কিছুটা হালকা হতে পারতাম

Wednesday 25 September 2019

আমার বিবেক

আমার বিবেক
প্রতিদিন আমি ধুয়ে মুছে সাফ রাখি
যাতে কোন দাগ দেখা না যায়
খেয়াল রাখি কোন গর্তের ভিতর
দিয়ে কোন অবান্তর প্রশ্ন এসে
বাসা না বাঁধে
মাঝে মাঝে লোক জনের সামনে
এই পরিস্কার পরিচ্ছন্ন
বিবেকের কথা বলে বাহবা কুড়াই
তবে ইদানীং লক্ষ্য করছি
কেমন যেন চটচটে তরল
লেগে রয়ে থাকে
জানিনা বাইরের কোনো প্রভাব
নাকি ভেতর থেকে রক্তের ক্ষরণ

Tuesday 24 September 2019

আমি যন্ত্র

আমি যন্ত্র আমার হৃদয় নেই
তাই যন্ত্রনা নেই
সূক্ষ্ম তারে বাঁধা ক্ষুদ্র টুকরোগুলো
আমার শরীরে বাঁধা
আমার মন বলে কিছু নেই
আমাকে যা করতে বলা হয়
আমি করি নিশ্চিত ভাবে
অবধারিত লক্ষ্যে যাওয়াই আমার কাজ
আমার মস্তিস্ক বিচার করে না
আমার অনুভূতি বিদ্যুতের তরঙ্গ খেলা করে লক্ষ কোটি বাইনারি কোডের সংগ্রহ
অদ্ভুত হিজিবিজি সংকেতে
যার কাছে আমার পাসওয়ার্ড আছে
আমি শুধু তার বিশ্বস্ত দাস
তবে ভালোবাসা পাবে না আমার কাছে
আনুগত্য কি জিনিষ বুঝি না
আমি যন্ত্র আমার হৃদয় নেই

Thursday 12 September 2019

ভেজা দিন

বর্ষা ধারায় এই ভেজা ভেজা দিন
তোমার মাঝে হারিয়ে যাওয়ার দিন
শরীরে শরীর ছুঁয়ে উত্তাপ নেওয়ার দিন
আবছা আলোয় তোমায় আবিষ্কারের দিন
তোমার নরম পরশ মেখে শুয়ে থাকার দিন
তোমার এলানো চুলের গন্ধ শোঁকার দিন
আর ও বেশি করে তোমাকে কাছে পাবার দিন
ফুঁসে ওঠা আবেগের ধারায় বয়ে যাওয়ার দিন
ফিরে ফিরে আসুক এই দিন জীবনে প্রতিদিন

Thursday 5 September 2019

বিপদের হাতছানি

ধীরে ধীরে কোনো অজানা নেশার
শিরায় শিরায় ছড়িয়ে পড়া
এক অস্থির উত্তেজনা
বিষাক্ত মাকড়সার বোনা বিভ্রমের জাল
আহত শ্বাপদ অপেক্ষা করে
শিকারের সন্ধানে
বিপদের হাতছানি প্রতি পদে
তবু রহস্যের প্রলোভন
টেনে আনে নতুন ভাগ্য সন্ধানী
অপরিচিত আগন্তুকের আর্ত চিৎকার
অন্ধকার এ হারিয়ে যাবে
গাছের পাতার শিহরণ জাগিয়ে
আগুনের আহ্বানে অগ্নিস্নান
কীট পতঙ্গের অমোঘ নিয়তি

Wednesday 28 August 2019

অবস্থান

একটু ঘুরিয়ে, উল্টে পাল্টে দেখলে
মনে হয় এমনটাই ঠিক
কতবার এভাবেই ভুল ভেঙে যায়
কাছ থেকে দেখে
কত কি অন্য রকম মনে হয়
দৃষ্টিভঙ্গি দৃষ্টিকোণ সব কিছুই
বদলে যায় সময়ের সাথে
ভেবে হাসি পায় কি মূর্খের মতই
বিশ্বাস করে এসেছি
যা আদপেই সত্যি ছিল না
এদিকে সময় বয়ে যায় প্রচণ্ড বেগে
এই গ্রহ ঘুরপাক খায় সূর্যের চারিধারে
তার চেয়ে অনেক বেশি গতিতে
অবস্থান প্রতি নিয়ত পাল্টে যায়
দেখে বোঝা যায় না বুঝে নিতে হয়
#বিপন্নবিস্ময়

Saturday 24 August 2019

সে আছে

সে এসেছিল
আমায় ভালোবেসেছিল
ভালোবাসা পেয়েছিল
তারপরে চলে গিয়েছিল
অনেক দূরে
আমাদের সবাইকে ছেড়ে
কোথায় আছে কেমন আছে
কিভাবে আছে সে
কেউ জানে না
জানতে পারবেও না
তবু আজ ও যখন সূর্য ওঠে
তার রোদের ছটায় মাঠে
নাম না জানা যে ফুল ফোটে
তাদের পাখিরা এসে ডাকে
তখন মনে পরে তাকে
ভালো লাগার সেই ব্যথা
মনে করিয়ে দেয় তার কথা
বুঝি হৃদয়ের অন্তরে
ছড়ানো তেপান্তরে
সে আছে
সে আমার সাথেই আছে

Friday 23 August 2019

ভাস্কর্য

মাথার ওপরে ছাদে ও দেয়ালে
কারু কার্যে ভরা লতা পাতার
অত দূর নাগাল পাই না
একটা সিঁড়ি পেলে ভালো হত
কাছ থেকে ওই ভাস্কর্য বোঝা যেত

Sunday 18 August 2019

পচা গন্ধ

ওপর থেকে আঁচড় কেটে
দেখলে বোঝার উপায় নেই ভেতরে কতটা গলে গেছে
সিন্দুকে আগলে রাখা
পুরোনো চিন্তাধারার সম্পদ
তবু ও এখনো মাথা নেড়ে
এড়িযে যাওয়া দেওয়ালের লিখন
নিজের ভেতরে ওঠা দ্বন্দ্বের
উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে
বিপ্লব পথ ভুল করে চলে গেছে
কিন্তু জীবন থেমে থাকেনি
শীত গ্রীষ্ম বর্ষায় পেটের তাগিদে
কাম ক্রোধ লালসার আগুনে
এই প্রান্তর থেকে তেপান্তরে
দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে
সিন্দুক খুলতে হবেই একদিন
পচা গন্ধের ভয়ে খোলা হয় না

বিগত দিনের স্মৃতি

টানা পর্দার ফাঁক দিয়ে
সূর্যের আলো উঁকি দিয়ে ডাকে
জানালার পাশে গাছের ডালে বসা
পাখিদের কিচির মিচির গান
অদ্ভুত সুরেলা মুহূর্ত গুলো
বিগত দিনের সেই
প্রিয় দিনগুলির স্মৃতি
ধোঁয়া ওঠা সোনালী সকাল
আর শিশির মাখা সবুজ ঘাস
এক সময় এমনি ই ছিল
এরকম ই থাকার কথাও ছিল

Wednesday 14 August 2019

চোরাবালি

সময়ের চোরাবালি
গ্রাস করছে তোমায়
ক্রমশঃ ডুবে যায় অস্তিত্ব
কালের সংক্রান্তি সময়
হেরে যাওয়া নিশ্চিত এখন
আবছা আলোতে
কাঁপা ছায়ারা অপেক্ষা করে
অন্ধকার ঘনিয়ে আসার
দ্বিধার অবকাশ নেই
বাড়িয়ে দাও হাত
তলিয়ে যাবার আগে
আমার সাহায্যের প্রয়োজন তোমার
ঠিক তেমন ই আমার ও দরকার তোমায়

Thursday 8 August 2019

মাকড়সার জাল

অন্ধকারে দেখা যায় না
সূক্ষ্ণ মাকড়সার জাল
কিভাবে জড়িয়ে রাখে 
কত প্রেম, ভালোবাসা,রাগ,হিংসা
তোমার ভেতরেও উঁকি দিয়ে দেখো
দেখবে জাল বিছানো আছে
হৃদয়ের অন্তস্থল থেকে মাথার গভীরে
তোমার যা কিছু সব
সেই জালে আটকে আছে
চাইলেও কি বেরিয়ে আসতে পারবে
সেই ফাঁদ থেকে
পারবে
যদি আলো ফেলে সেই জাল
চোখে পড়ে এক বার
চেষ্টা করেই দেখো না

Wednesday 7 August 2019

ভোলা মন

খাঁচার ভিতর জীবন কাটলো রে মন
আকাশ দেখা হলো না
মাটি কে আঁকড়ে ধরতে গিয়ে
ডানা মেলা হলো না
আর ও বেশী করে পেতে গিয়ে
কিছুই পাওয়া হলো না
খাঁচার থেকে বাইরে এসে
জলকে চেনা হলো না
নদীর ধরে বানিয়ে বাসা
সাঁতার শেখা হলো না
আজ বানের জলে মাটি ভেসে
সব হারালো ধুয়ে মুছে
জলে ডোবা মানুষটাকে আনতে তুলে রে ভোলা মন
হাত বাড়িয়ে এগিয়ে এসে
কাউকে দেখা গেল না

Sunday 4 August 2019

নরম দুঃখ

শান্ত নিস্তব্ধতার মাঝে
সময়ের ধীর গতি
দীর্ঘ প্রতীক্ষার প্রহর
নিজের জমানো গল্পের
ঝাঁপি খুলে দেখে নেওয়া
ডায়েরীর এর পাতা উল্টে
হাত বুলিয়ে পরশ করে
প্রাচীন অলংকার এর মত
নরম দুঃখের সেই ছোঁয়াগুলো
আবার নেড়ে চেড়ে দেখা
স্মৃতির মেঘলা আকাশ
আজ ও চোখের কোণ
ভিজিয়ে দিয়ে যাবে মনে হয়
#কবিতা #JustArunangshu

Saturday 3 August 2019

বটগাছ

ঘন ঝুড়ি নেমে আসা
সবুজ পাতায় ভরা
বিশাল এক বটগাছ
বিরাট ছায়া তার
অনেক পাখির কলতান
কাঠ বিড়ালী দের আনাগোনা
ঘোর বর্ষাতে সকলের আশ্রয়
নিমেষে আকাশ থেকে
নেমে আসা বিদ্যুতের ঝলক
গোটা গাছ টা পুড়ে ছাই
চোখের সামনে দাউ দাউ করে
কি ভয়াবহ সেই দৃশ্য
ঘুমের মাঝে আমায়
দুঃস্বপ্নের মত তাড়া করে
বিগত জন্মের কোনো স্মৃতি

#কবিতা  #JustArunangshu

ভুল

যদি পারতাম উজাড় করে 
নি:শেষ করে ছুড়ে ফেলে দিতে
বাতাসে উড়ো খই এর মত
দুই হাতের ফাঁক দিয়ে
গলে বেরিয়ে যেত
জমানো রাগ আর অভিমান
দমকা হাওয়াতে সাফ হয়ে যেত
স্পর্শ কাতর জীবন আর
সন্দেহের গোপন সূক্ষ্ম জাল
ওজন কমে যেত অদৃশ্য বোঝার
বোকার মত না বুঝেই
যে ভুল গুলো জমিয়ে গেছি
সারা জীবন ধরে সযত্নে
কোনো কাজে ই আসলো না
শুধু কষ্ট দিলো খাড়া এই পথে

#কবিতা #JustArunangshu

মায়াবিনী

রক্ত সন্ধ্যায় যখন
সিঁদুরে রাঙা আকাশ
ধীরে ধীরে অন্ধকার
ছেয়ে ফেলে চারিদিক
বিলুপ্ত প্রায় চরাচর
কার আশায় সেজে ওঠে
রোশনাই এর পসরা সাজিয়ে
মায়াবিনী চোখের ইশারায়
বিশাল অট্টহাসে
এই রাতের শহর ভেসে যায়
বেলেল্লা বিলাসে
কবির কল্পনা নিছক মুহূর্তের
স্থান নেই তার বাস্তব জগতের
শরীরের কোনো খাঁজে

#কবিতা #JustArunangshu

ব্যবধান

নৈ:শব্দের ব্যবধান
দুজনার মাঝে
অদৃশ্য পর্দার মত
মাঝে মাঝে নাড়া দিয়ে
জানান দিয়ে যায়
তার অমোঘ উপস্হিতি
ক্রমশ: বেড়ে ওঠা
ভুল বোঝাবুঝি গ্রাস করে
অবহেলায় ফেলে রাখা জমি
অপচয়ের হাত ধরে
ক্ষয়ে যাওয়া শিকড়
আলগা হতে হতে
কখন যে বেরিয়ে আসে
না বলা কথা গুলো
আবর্জনার স্তুপ হয়ে জমে
ক্রমশ: দুর্গন্ধ ছড়ায়

#JustArunangshu #কবিতা

চক্রান্ত

আবছা আলোতে কাঁপা

ছায়াগুলো ফিস ফিস করে

গোপন রহস্যের কথা বলে

মাঝরাতের আকাশ

মহাসমুদ্রের মত বিস্তৃত

সেখানে আমি সাঁতার কাটি

নিজের ভাগ্য কে সম্বল করে

জাহাজডুবি হওয়া এক নাবিক

চাঁদের মায়াবী আলোয়

তারাদের মুচকি হাসিতে

কোন মহাজাগতিক চক্রান্তের

হদিস পাই আমি

#JustArunangshu
#কবিতা

কঙ্কাল

তেপান্তরের মাঠের মাঝে
নিশুতি রাতের ডাকে
চামড়া মেদ মজ্জার খোলস
থেকে বেরিয়ে এসে
খেলা করে
কিছু অচেনা কঙ্কাল
নীলাভ চাঁদের আলোতে
তাদের অট্টহাসি শুনে
বুঝতে পারি
আমাদের ক্রমাগত ভুলে
তারা বেশ মজা পাচ্ছে
ঠাহর করে দেখলে
ওদের অনেকের ই মুখ
চেনা চেনা ঠেকবে
ওরা আমাদের মাঝেই
ছিল এতদিন
আজ খোলস ছেড়ে
বাইরে আসার সাহস পেয়েছে

#কবিতা #বিপন্নবিস্ময় #JustArunangshu

Friday 2 August 2019

সমুদ্র

এই বালুকাবেলা
ভীষণ চেনা আমার
তাই বার বার এখানে ফিরে আসি
সমুদ্র তটে দাঁড়িয়ে
ঢেউ দের দেখি মন দিয়ে
বুঝতে চেষ্টা করি ওদের মন
আজ কেমন আছে
শান্ত নিবিড়তায়
পা ভিজিয়ে চলে যাবে
নাকি আছড়ে পড়বে উত্তাল হয়ে
সমুদ্রের ঢেউ
হৃদয়ের প্রতিধ্বনি তোলে
আকাশ কে সাক্ষী রেখে
তার নোনা জল
আমাদের কান্নার শেষ পরিণতি

Wednesday 31 July 2019

দেওয়া কথা

কি খুঁজি নিজেই বুঝিনা
যা খুঁজি তা পাবার জন্য
আমি কি তৈরী তাও জানিনা
হঠাৎ দেখি ভবিষ্যৎ
আমার দরজায় কড়া নাড়ে
মূর্ত্তিমান বর্তমান হয়ে
তখন মনে পড়ে যায়
গতকাল তার দেওয়া কথা
অতীত রেখেছে কিন্তু
সে ভুলে যায়নি শুধু আমিই
আগামীকাল কে দেখে চমকে গেলাম

#কবিতা #JustArunangshu

Monday 29 July 2019

পাহাড়ের স্মৃতি

শীতের ছোঁয়া লাগা
সেই সব পাহাড়ী গ্রাম গুলো
আঁকা বাঁকা চড়াই উৎরাই
রোদ্দুরে পিঠ দিয়ে
ধোঁয়া ওঠা গরম চায়ে ফুঁ
ক্রমশঃ তলানী জমা এই জীবনে
লুকিয়ে থাকা এক চিলতে সুখ
বেঁচে থাকার জন্য বার বার
ফিরে যায় তাদের টানে
যে স্বপ্ন গুলো রেখেছিলাম
সাজিয়ে ওই সবুজের ভাঁজে ভাঁজে
একদিন কুয়াশায় ঢেকে যাবে
চারিদিকে সব চরাচর
হয়তো সন্ধ্যের সেই অন্ধকারে
খুঁজে পাব পথের শেষ ঠিকানা

#কবিতা #বিপন্নবিস্ময় #JustArunangshu

Sunday 28 July 2019

টানাপোড়েন

সময়ের সমান্তরাল রেখাতে
দুটি জীবন আমাদের
ছুঁয়ে দেখার ইচ্ছা হলেও
কোনো উপায় নেই
তাই মুখোমুখি হলে
দূর থেকে কেবল ভাবি
কতটা আলাদা আমরা
আবার কোথায় যেন
অনেকটাই মিল আমাদের
এই আপাত নিরীহ
অথচ জটিল
সম্পর্কের টানাপোড়েনে
পড়ে গিয়ে খেয়াল করি
অনেক কিছুই
রয়ে গেছে অনুচ্চারিত কথা
আমাদের মাঝে
এক নিঃশ্বাসে ফিসফিস করে
বলে ফেলি আজগুবি কথাগুলো
ভুতুড়ে গল্পের মত
নিজেকেই

#JustArunangshu #কবিতা
05.07.2019

Saturday 27 July 2019

আগুন

একটু একটু করে আগুন
ছড়িয়ে পড়ছে মাটির নীচে
পাথরের গভীর সুড়ঙ্গ বেয়ে
তীব্র আক্রোশে লেলিহান স্রোতে
এই আগুন ধিকিধিকি জ্বলে
চোরা গলি ঘুঁজির ফাঁকে
শিরায় উপশিরায় রক্তের মাঝে
এক অদ্ভুত হিংস্রতায়
চাপা আবেগের দিক ভুল পথে
তোমার আমার উদাসীনতায়
থমকে আছে আজ হয়তো
কিন্তু কাল ঠিক হবে নিশ্চয়
বিধ্বংসী সেই অগ্নুৎপাত্
সেই আগুন রেহাই দেবে না 

কাউকে করবে না ক্ষমা
সব কিছু পুড়িয়ে করবে ছাই
যা কিছু করেছ তিলে তিলে সঞ্চয়
আগুনের ধর্মই এমন
কাউকে ছাড়ে না কাউকে মানে না

পরীদের দেশ

ছেলেবেলায় শুনেছি
ওই পাহাড়ের ওপরে
পরীদের এক দেশ আছে
সেখানে রঙীন রামধনু ওঠে
আর প্রজাপতি দের মত
পাখনা মেলে পরীরা
উড়ে বেড়ায়
বড় হয়ে এসব ভুলেই গেছিলাম
আজ যখন হঠাৎ
পাহাড়টাকে দেখতে পেলাম
দেখি সত্যি ই এক রামধনু উঠেছে
ছেলেবেলার গল্প মনে পড়ল
এই রূপকথা হীন ধূসর জীবনে
ফিরে এলো রঙের বাহার

Friday 26 July 2019

চেনা বৃত্ত

সময়ের ছোট ছোট বিস্ফোরণ
আর স্তব্ধতার যতি চিহ্নে
ভাসমান উড়ো খই এর মত
এই যে আমি রয়েছি এভাবে
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে
অথচ ঠিক নিজের সাথেই জুড়ে
ঘুরে চলেছি চেনা বৃত্তের
কিছুটা গতানুগতিক পথে
এভাবেই গড়ানো জলের ধারা
নিজের হিসেবে তল খুঁজে নেবে

17.07.2019

#কবিতা

Thursday 25 July 2019

সুগন্ধের ঘ্রাণ

সে পাশ দিয়ে হেঁটে গেলে
এক অদ্ভুত সুগন্ধের ঘ্রাণ
আলগা করে দেয় নিমেষে
নির্লজ্জের মত আমার প্রাণ
ভেতরে নিয়ে চাপা উত্তেজনা
অবশ হয়ে আসে সারা শরীর
বুকের ভেতর সাগরের ঢেউ
ডাকে আমায় অতল গভীর
হয়ে ওঠেনি এখনো জানা
তার নাম অথবা পরিচয়
অথচ তার অপেক্ষায় থাকে
কেন উন্মুখ আমার এ হৃদয়

Wednesday 24 July 2019

কেউ আছে

অনেক কিছুই তো বদলে গেছে
তবু এখনো তো মাঝে মাঝে
ভালো লাগে ভাবতে এটাই
যে এই পৃথিবীতে কেউ আছে
যে আমার কথা ভেবেই বেঁচে আছে
আমার স্বপ্ন জড়িয়ে যে শুতে যায়
সকালে আমায় ডেকে ঘুম ভাঙ্গায়
বিষাদে আমার তার চোখে আসে জল
আনন্দে মুখ তার অনায়াসে ঝলমল
আমার হাত আরো বেশি শক্ত করে
অচেনা নির্জন পথে সে নিজেই ধরে
ভাল লাগে তার উষ্ণ ছোঁয়ায়
আর নিঃশ্বাসের নরম ধোঁয়ায়
যখন সে বুঝিয়ে দেয় আমায়
বাঁচার জন্য এখনই তো সময়

#কবিতা #JustArunangshu

একলা অবেলায়

এই একলা অবেলায়
কি ফিরে পেতে চাও
বিষণ্নতার সীমানা পেরিয়ে
একটানা ঢেউয়ের আঘাতে
সেই বালুকাবেলায়
এখানে ওখানে আছে
শুধুই স্মৃতি রা ছড়িয়ে
কান পেতে শোনা যায়
হাওয়াতে ফিস ফিস শব্দের
যে মৃদু অনুরণন
তার উৎস সন্ধানে কতদূর
যেতে পারে ক্লান্ত হৃদয়
সন্ধ্যা যে নামছে এখন

#কবিতা #বিপন্নবিস্ময়
#justarunangshu

Tuesday 23 July 2019

পুরোনো সময়

এই নিস্তব্ধতার মাঝে আমাদের
দুজনের হৃদয়
অদৃশ্য সুতোর মত জড়িয়ে গেছে
পুরোনো সময়
একদিন যা ছিল সরল সহজ সব
প্রশ্নের উত্তর জানা

আজ কঠিন লাগে কোন জটিল
অঙ্কের মত অচেনা

Sunday 21 July 2019

ভালো ভাবেই জানি

ভালো ভাবেই জানি আমি
যদি কাউকে বাঁচাতে গিয়ে
আমি মারা পড়ি
সবাই আমার প্রশংসা করবে
বলবে কত ই না ভালো লোক
ছিলাম আমি
বেঁচে থাকতে যারা পাত্তা দেয়নি
আমাকে কোনদিন
তারাও কাঁদবে আমার জন্য
এসব শোনার জন্য কিন্তু
আমি বেঁচে থাকবো না
এমনিতেই আমি মানুষটা অন্তর্মূখী
কোন কিছুতেই বাড়াবাড়ি পছন্দ করিনা
নিজেকে নিয়ে তো নয় ই
কিন্তু তাই বলে কি বাঁচাতে যাবো না
চোখের সামনে কাউকে মরতে দেখে
না আমি পারবো না সেটা
আমি যাবোই
আমাকে কেউ আটকাতে পারবে না
এমনকি আমি নিজেও

#কবিতা #JustArunangshu