Wednesday, 14 August 2019

চোরাবালি

সময়ের চোরাবালি
গ্রাস করছে তোমায়
ক্রমশঃ ডুবে যায় অস্তিত্ব
কালের সংক্রান্তি সময়
হেরে যাওয়া নিশ্চিত এখন
আবছা আলোতে
কাঁপা ছায়ারা অপেক্ষা করে
অন্ধকার ঘনিয়ে আসার
দ্বিধার অবকাশ নেই
বাড়িয়ে দাও হাত
তলিয়ে যাবার আগে
আমার সাহায্যের প্রয়োজন তোমার
ঠিক তেমন ই আমার ও দরকার তোমায়

No comments:

Post a Comment