সময়ের চোরাবালি
গ্রাস করছে তোমায়
ক্রমশঃ ডুবে যায় অস্তিত্ব
কালের সংক্রান্তি সময়
হেরে যাওয়া নিশ্চিত এখন
আবছা আলোতে
কাঁপা ছায়ারা অপেক্ষা করে
অন্ধকার ঘনিয়ে আসার
দ্বিধার অবকাশ নেই
বাড়িয়ে দাও হাত
তলিয়ে যাবার আগে
আমার সাহায্যের প্রয়োজন তোমার
ঠিক তেমন ই আমার ও দরকার তোমায়
No comments:
Post a Comment