খাঁচার ভিতর জীবন কাটলো রে মন
আকাশ দেখা হলো না
মাটি কে আঁকড়ে ধরতে গিয়ে
ডানা মেলা হলো না
আর ও বেশী করে পেতে গিয়ে
কিছুই পাওয়া হলো না
খাঁচার থেকে বাইরে এসে
জলকে চেনা হলো না
নদীর ধরে বানিয়ে বাসা
সাঁতার শেখা হলো না
আজ বানের জলে মাটি ভেসে
সব হারালো ধুয়ে মুছে
জলে ডোবা মানুষটাকে আনতে তুলে রে ভোলা মন
হাত বাড়িয়ে এগিয়ে এসে
কাউকে দেখা গেল না
No comments:
Post a Comment