Sunday, 18 August 2019

বিগত দিনের স্মৃতি

টানা পর্দার ফাঁক দিয়ে
সূর্যের আলো উঁকি দিয়ে ডাকে
জানালার পাশে গাছের ডালে বসা
পাখিদের কিচির মিচির গান
অদ্ভুত সুরেলা মুহূর্ত গুলো
বিগত দিনের সেই
প্রিয় দিনগুলির স্মৃতি
ধোঁয়া ওঠা সোনালী সকাল
আর শিশির মাখা সবুজ ঘাস
এক সময় এমনি ই ছিল
এরকম ই থাকার কথাও ছিল

No comments:

Post a Comment