যদি পারতাম উজাড় করে
নি:শেষ করে ছুড়ে ফেলে দিতে
বাতাসে উড়ো খই এর মত
দুই হাতের ফাঁক দিয়ে
গলে বেরিয়ে যেত
জমানো রাগ আর অভিমান
দমকা হাওয়াতে সাফ হয়ে যেত
স্পর্শ কাতর জীবন আর
সন্দেহের গোপন সূক্ষ্ম জাল
ওজন কমে যেত অদৃশ্য বোঝার
বোকার মত না বুঝেই
যে ভুল গুলো জমিয়ে গেছি
সারা জীবন ধরে সযত্নে
কোনো কাজে ই আসলো না
শুধু কষ্ট দিলো খাড়া এই পথে
#কবিতা #JustArunangshu
No comments:
Post a Comment