ঘন ঝুড়ি নেমে আসা
সবুজ পাতায় ভরা
বিশাল এক বটগাছ
বিরাট ছায়া তার
অনেক পাখির কলতান
কাঠ বিড়ালী দের আনাগোনা
ঘোর বর্ষাতে সকলের আশ্রয়
নিমেষে আকাশ থেকে
নেমে আসা বিদ্যুতের ঝলক
গোটা গাছ টা পুড়ে ছাই
চোখের সামনে দাউ দাউ করে
কি ভয়াবহ সেই দৃশ্য
ঘুমের মাঝে আমায়
দুঃস্বপ্নের মত তাড়া করে
বিগত জন্মের কোনো স্মৃতি
#কবিতা #JustArunangshu
No comments:
Post a Comment