Saturday, 3 August 2019

বটগাছ

ঘন ঝুড়ি নেমে আসা
সবুজ পাতায় ভরা
বিশাল এক বটগাছ
বিরাট ছায়া তার
অনেক পাখির কলতান
কাঠ বিড়ালী দের আনাগোনা
ঘোর বর্ষাতে সকলের আশ্রয়
নিমেষে আকাশ থেকে
নেমে আসা বিদ্যুতের ঝলক
গোটা গাছ টা পুড়ে ছাই
চোখের সামনে দাউ দাউ করে
কি ভয়াবহ সেই দৃশ্য
ঘুমের মাঝে আমায়
দুঃস্বপ্নের মত তাড়া করে
বিগত জন্মের কোনো স্মৃতি

#কবিতা  #JustArunangshu

No comments:

Post a Comment