Sunday 22 November 2020

নির্জন অন্ধকার ঘর

 প্রথম আঘাতের সেই চিহ্ন গুলো 

গভীর ক্ষত হয়ে রয়ে গেলো অস্তিত্বের ঠিকানায়

তারপরে এই পৃথিবীতে কত দিন থেকে রাতে 

বদলেছে অনেক কিছুই আনন্দ বেদনাতে 

সংশয় আর অবিশ্বাসের দোলাচলে 

বাস্তব ও কল্পনার অভেদ্য মায়াজালে

এক নির্জন অন্ধকার ঘর হয়ে পড়ে ছিলাম

বাইরে থেকে আসা যাওয়া কেউ করেনি কোন দিন 

স্নিগ্ধ মোমবাতির আলো হয়ে তুমি হঠাৎ এলে 

এক দিন সেই বন্ধ দরজার আগল ভেঙে

আলো তে আঁধারে  মেশা সেই  মিলন আবেশ 

কাঁপা  কাঁপা  ছায়ার  মায়াতে বাঙময় হয়ে 

রেখে গেলো কিছু উজ্জ্বল রঙিন দাগ 

বিবর্ণ ছোপ ধরা দেওয়ালের গায়ে 


Monday 26 October 2020

শুধু চা দিলে?

 

শুধু চা দিলে?

সাথে বিস্কিট দিলে না

বেশি বিস্কিট খাওয়া ভালো নয়
বয়স হচ্ছে এবার কমাও এসব

বেশ তবে একটু বিষ দাও
এই কীটের জীবন বেঁচে থাকতে
আর ভালো লাগছে না

বাজে বোকো না
তোমার ভালোর জন্য বলছি

সে জানি
আমার ভালো করাতেই তোমার আনন্দ

আনন্দের কি দেখলে ?
শরীরের যত্ন নিতে হয় বুঝলে

এই তোমার সমস্যা
শুধু শরীর টাই দেখলে মন টা বুঝলে না

মন বলে কিছু হয় না
ও সব লোক দেখানো ঢঙ


Friday 18 September 2020

একলা

 একেক দিন জেগে উঠে  ঠিক বুঝতে পারি 

কোন কিছুই  যেন ঠিক ঠাক নেই 

এতে দুঃখ বা আনন্দ কোন অনুভূতি হয়না 

কেবল কেমন যেন ছন্নছাড়া একটা ঘোর 

যাই করি তার কোন মানে খুঁজে পাই না 

শেষে বেরিয়ে পড়ি দিশাহীন ভাবে 

এক পা আরেক পায়ের আগে ফেলে 

কোথায় যাই জানিনা জানার ইচ্ছে ও করেনা 

এসব ই কিন্তু তোমার জন্য হয় 

তুমি চলে গিয়ে একলা হয়ে গেছি ঠিক ই 

কিন্তু কোন একাকিত্ব বোধ গ্রাস করে নি আমায় 

কারণ তুমি রয়ে গেছো আমার অস্থি মজ্জায় 

চিনচিনে ব্যথা হয়ে প্রতিনিয়ত যা কষ্ট  দেয়  আমায়


Tuesday 15 September 2020

বাতিঘর

 সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি 

আমি প্রাচীন বাতিঘর 

আবার নেমেছে রাত 

এই ব্যাপ্ত চরাচর তার 

নিস্তব্ধ অমোঘ আলিঙ্গনে 

এখন সময় চুপ করে 

চুঁইয়ে পড়ে 

আকাশের গায়ের থেকে 

কোন কথার প্রয়োজন নেই 

কোন গল্পের আয়োজন নেই 

শুধু এক প্রহরীর মত দাঁড়িয়ে 

আমি সাক্ষী থাকি 

কিভাবে উড়ে যায় রাত 

সাঁতার কেটে  ঢেউদের সাথে


Sunday 6 September 2020

মিলন স্নান

হৃদয়ে হৃদয় মিশিয়ে দিয়ে শোনো
আমার হৃদয়ের এই গান 
ফিরে ফিরে আসবে আবার সেই 
ভুলে যাওয়া পুরানো স্মৃতির টান 
মনের অন্তঃস্থল থেকে উঠে আসা 
পরস্পর কে বিশ্বাসের স্থান 
আঙুলে আঙুল ছুঁয়ে অনুভব করো
স্পর্শের মায়াবী আঘ্রান
মৌনতার মাঝে শুনিয়ে যায় আজ 
অন্ধকারে আলো হয়ে জ্বলা প্রাণ
হোক তারা ভরা এই রাতের গভীরে 
চাঁদের আলোয় আমাদের মিলন স্নান 

Thursday 20 August 2020

প্রেমিক

একদা আমি প্রেমিক ছিলাম 
তারপরে কি যে হল কে জানে
এত প্রেম কোথা দিয়ে চলে গেল
আমাকে নিঃস্ব করে পুরোপুরি
পথ ভুল হল নাকি বদলে গেল
এক বুক ভরা হতাশা কে সঙ্গী করে
বিবর্ণ রং চটা জানালার পর্দা হয়ে
আমি ঝুলে আছি প্রেমহীন অস্তিত্ব নিয়ে
বসন্ত বাতাস দোলা দিয়ে যায়
বর্ষা র ছিটে লেগে ভিজেও যায় 
তবু হারিয়ে যাওয়া সেই রঙ
আর ফিরে আসে না চেষ্টা করেও
বোধহয় আসবেও না আর

#বিপন্নবিস্ময় #JustArunangshu

Thursday 13 August 2020

বরাদ্দ

যে শ্বাস গুলো নিয়ে বাঁচি আমরা 
এই জীবন থেকে পরের জীবন পর্যন্ত
সে গুলো অনেক কথা বলে যায় 
এবং শেষ পর্যন্ত এভাবেই এখানে
অস্তিত্বের এক সীমাহীন ক্ষেত্র নিয়ে
অনেক কবিতা ফুটে উঠবে 
বসন্তের হাওয়াতে প্রজাপতি হয়ে 
স্মৃতির বাগানে শেষ সূর্যমুখী হয়ে
নির্জনতার মাঝে সমযের আঙ্গুল 
বিলি কেটে যাবে মাথার চুলে
সব ভুলিয়ে দেওয়া সেই ছোঁয়ার পরশে
বেঁচে থাকার জন্য বরাদ্দ রেখো
একটি দিন আর জীবনের কিছু মুহূর্ত 

Saturday 25 July 2020

ভয়

তুমি ওদের ভয় কর
কারন ওরা  আলাদা
ওরা তোমার মত নয়
তাই তোমার চোখে
ওদের বেশভূষা
ওদের খাওয়াদাওয়া
সব কিছুই তোমার কাছে
কেমন অদ্ভুত লাগে
কোন ক্ষতি করেনি তোমার
তবুও ওদের সাথে এই পৃথিবী
ভাগ করে নিতে
ভীষণ আপত্তি তোমার
কেন এই ঘৃণা নিজেই জানো না
তবু তুমি ওদের ভয় কর
ওদের প্রতি তোমার
এই অজানা নিঃশব্দ বিতৃষ্ণার
আয়নার মত প্রতিফলন
ওদের কোঁচকানো চোখে
ঘৃণার বিষ মাখা নজরে
চেয়ে দেখা একে অপরকে
#বিপন্নবিস্ময় #JustArunangshu 

Wednesday 22 July 2020

স্মৃতির হাতছানি


সেই সব স্মৃতির হাতছানি
জেদী ঘোড়ার শক্তি নিয়ে
আমাকে টেনে নিয়ে যায়

সমুদ্র ডাকে আমায় 
তার নীলাভ মহিমায়
বিস্তৃত তার বিশাল সীমানায়
শূন্যতার মাঝখানে উথাল পাথাল
ক্রমাগত উঁচু নিচু ঢেউ 

অথবা সমতল ঘাসে ভরা প্রান্তর
সেখানে পুরানো বীজ চাষ
বছর কয়েক আগে রোপণ করা 
চারা গুলো কখন যে শুকিয়ে গেছে 
বুঝতেও পারিনি শিকড় আলগা ছিল

ধুলোর মাঝে খুঁজে বেড়াই
বালির মাঝে হাতড়ে চলি 
সেই চিহ্নের খোঁজে
যে অভাবের সাথে লড়াই করেছি
উপহাস গায়ে মেখে বিশাল মরুভূমির



 





Saturday 4 July 2020

I don't know why people equate patriotism with support to the government or its leader. And it is disgusting to find even educated people in one's own circle doing so. If someone wants to support a leader of their own choice they can always do so. But what is it that make people seek validation of their choice by playing the patriotic card. How and why should one judge other's patriotism through their own prism ? 

If I'm not wrong , perhaps it was Samuel Johnson, who aptly said : “Patriotism is the last refuge of the scoundrel.” We seem to have too many of them around us .

Friday 26 June 2020

Lightning

Death has this dual quality of being certain and also uncertain. On one hand we all know that it is surely an universal truth that all living things have to die. On the other hand we have very little idea of when and how we all will meet our deaths . Definitely something to ponder over . 

Don't think that I am having macabre thoughts or getting negative. I think everyone contemplates on such matters time at some  point of time. To me these thoughts came as I read the news of over 100 people  killed in UP and Bihar by lightning strike. Such deaths are not uncommon , all over the world. But perhaps the instance of so many deaths on the same day is a bit uncommon. 

I mean , come to think of it. All these people who were struck by lightning perhaps had no inkling about their fate even moments before they died. Uncertainty always exist with life, or death. But this was the height of it. And this mode of death has existed since the beginning of this world, whenever it was. There is no answer or explanations to questions that rise in our minds when we hear such news. Nor is there any rationale. 

Sunday 14 June 2020

চিৎকার

ভিতর থেকে আসা ওই চিৎকার
কেউ শুনতে পাচ্ছে না
কোন ভগবান বা দেবতা ও নয়
পাপ পুন্য আত্মার রাংতায় মোড়া
যা কিছু শেখানো হয়েছে তোমায় 
ছোটবেলা থেকে
সব ই অলীক কল্পনা
তুমি আছো তাই ওরা আছে
না থাকলে কিছুই নেই
তাই তোমার অন্তরের আর্তনাদ 
তোমাকেই বয়ে বেড়াতে হবে
জাগ্রত থাকবে যতক্ষন 
এই বেঁচে থাকার মায়া তে
সহ্য করে যেতে হবে সব কষ্টের বোঝা
এই নশ্বর শরীর কে নিয়ে 
অমর হতে চাওয়ার চেষ্টায়
এক জঘন্য ষড়যন্ত্রের শিকার হয়ে
তোমার অস্তিত্ব জুড়ে কেবল যন্ত্রনা
বার বার তোমায় বুঝিয়ে দেবে
বাঁচা লাশ হয়ে থাকার চেয়ে ভালো
লাশ হয়ে বেঁচে যাওয়ার আনন্দ

১৫.০৬.২০২০
#বিপন্নবিস্ময় #JustArunangshu




Saturday 6 June 2020

On May 29 , the Ministry of Health and Family Welfare has submitted in the Supreme Court that it is ultimately the doctors' and healthcare workers' own responsibility to protect themselves from COVID-19. They need to protect themselves from exposure to infections by training themselves and taking all precautions to prevent infection.

The statement was made while replying to a plea questioning the Centre's new guidelines for frontline COVID-19 healthcare workers by which it has ended the 14-day mandatory quarantine for them. The full statement made is as below :

"While the Hospital Infection Control Committee in the health facility is responsible for implementing the Infection Prevention and Control activities, but the final responsibility lies with healthcare workers. It is their responsibility to train themselves and take all measures in preventing the infection."

The head of the same government exhorted the whole country a few days back to assemble at their balconies at the appointed time and clap or bang utensils in support of the doctors. And an overwhelming number of morons did so . Not only that, they even bad-mouthed those who saw through the idiocy and refused to do so. 

To those people who clapped, banged utensils, fired crackers, observed blackouts , lit candles and diyas , I have some simple questions - Aren't you feeling ashamed ? Have you mortgaged your senses ? Did you sell your soul ? Can't you stand up for once and protest ? Don't you see where we are heading ?

I know you will all stay silent , until they come for you. 


Wednesday 3 June 2020

রাতের আকাশ

এই অন্ধকারে আমি ছাদে একা দাঁড়িয়ে
আকাশের ফিকে চাঁদের আলোতে
দূর দিগন্তের তারাগুলির পানে তাকিয়ে
বুঝতে চেষ্টা করি পৃথিবীটি আসলে কত বড়
এবং আমরা কতটা দূরে
তারাগুলি দেখতে এতটা কাছাকাছি
মনে হয় তাদের কাছে যেতেই পারি
তাদের স্পর্শ করতে পারি
কিন্তু জানি আসলে কখনই পারবো না
এভাবেই কখনও কখনও অনেক কিছুই
যতটা কাছে মনে হয় তার চেয়ে অনেক দূরে
তাই আমাদের কিছু কিছু ব্যাপার নিয়ে ভাবা
ছেড়ে দেওয়া উচিত ,  ছেড়ে দিতে হয়
নাহলে তা শুধুই অর্থহীন উদ্বেগ
কত কিছুর ব্যাপারেই তো পুরোটা না জেনে
বা অনেক ক্ষেত্রে কিছুই না জেনে
এত বেশী চিন্তা করি
কি কি খারাপ হতে পারে তাই নিয়ে
নিজেদের মনেই ভয় বাসা বাঁধে
রাতের আকাশ বলে যায়
দূরের জিনিস দূরেই থাক
যা কাছে আছে আজ আছে
তাই নিয়ে বেঁচে থাক তাই নিয়ে সুখী হও

০৩.০৬.২০২০

#বিপন্নবিস্ময় #JustArunangshu 

Friday 22 May 2020

বেইমান রাত

নিশীথের অন্ধকারে খুবলে খুবলে
খেয়ে ফেলা রাতের অংশ 
চাঁদের আলোতে দেখা যায় না
মনের গভীরে অন্তহীন চিন্তার জাল
ভেদ করে ঘুম আসে না 
শরীরের প্রতিটি মোচড়ে উৎকণ্ঠার ব্যথা 
নিয়ে স্বপ্নের রেল লাইন বরাবর হেঁটে যাই
এলোমেলো অসংখ্য মুখের দেখা পাই
নিঃশব্দ অশরীরী ছায়ার মত হেঁটে চলেছে
তারা আমার উল্টো দিক থেকে
প্রশ্ন করলে জবাব মেলেনা 
তারা তাকিয়েও দেখেন আমার দিকে
সন্দেহ হয় ওরা কি জীবন্ত মানুষ
নাকি সারি সারি প্রেতের মিছিল 
এই পথের শেষে কি আছে 
কেনই বা তাদের এই পলায়ন 
চিন্তার জট পাকিয়ে গিয়ে সব তালগোল
বেইমান রাতের নিভৃতে এই নির্জনে 


Tuesday 21 April 2020

স্মৃতি

আমার স্মৃতি তে
অনেকটা জুড়ে কেবল তুমি আছো
যদি পারো একবার ফিরে এসো
শুধু ফেরৎ নিতে আমার থেকে 
স্মৃতির এই বোঝা
আমি আর বয়ে বেড়াতে পারছিনা
আর তারাও যেন কেমন বদলে যাচ্ছে
খিটখিটে স্বভাবের হয়ে উঠছে
আগে তোমার কথা মনে পড়লে
ঠোঁটে এক চিলতে হাসি অনায়াসে আসত
এখন তা হয়না 
বরং একটু বিরক্তি গ্রাস করে 
অবান্তর তর্কের মত এড়িয়ে যেতে চায়
তাই বলছি আবার তোমায়
পুরোপুরি বিষিয়ে যাওয়ার আগে 
একবার ফিরে এসো 
এই স্মৃতি গুলো ফেরৎ নিয়ে যাও
নিজের সাথে 

#বিপন্নবিস্ময় 
২১শে এপ্রিল ২০২০


Tuesday 31 March 2020

বিলাপ

অতীতের কথা ভেবে এখনো বিলাপ 
ভুলে যাওয়া ভুল গুলো মনে করা
বিশাল পোড়ো বাড়ির বন্ধ ঘরে আবদ্ধ
কিছু নাছোড়বান্দা ভুতেদের অস্তিত্ব
এখানে ই আটকে গিয়ে 
অন্য সব কিছু ভুলে গিয়ে তাদের মায়াতে
বেরোবার রাস্তা খুঁজে পাওয়া যায় না আর
তবু ভালো কথা এই যে সেই পয়গম্বর
আর যাই হোক মিথ্যা বলেন নি
এমন হতে পারে তার যথেষ্ট ইঙ্গিত
তিনি দিয়েছিলেন 
নিজের পাকা দাড়িতে হাত বুলিয়ে বুলিয়ে
তবে কাউকে আটকাবার চেষ্টা ও করেন নি 
নিজের মত যে যার ধারণা নিয়ে ফিরে গিয়ে
আবার ধীরে ধীরে আবহমান ও আদিম
ধারণার বশবর্তী হয়ে 
সেই ভূত গুলোকেই ছায়া রূপে উপাসনা করেছে
তাই বুক চাপড়ে চিৎকার করে কেঁদে
অদ্ভুত সুরেলা এই অতীত বিলাসী বিলাপ 
শুনতে শুনত একদিন ঠিক অভ্যেস হয়ে যাবে

#বিপন্নবিস্ময় 
 

Sunday 22 March 2020

বিশ্বাস নেই তোমার ছোঁয়ায়

চারিধারে এখন ভয়ের গন্ধ পাই
গলি ঘুঁজিতেই হোক অথবা 
মোড় পেরিয়ে বড় রাস্তায়
কারণ প্রতিটি পথ ই এখন নিয়ে যায়
আমাদের ভয়ের সীমানায়
ঘরের দরজা বন্ধ করে বসে আছি
আমাকে ডাকতে এসো না তুমি
খোঁজ খবর নেবার অছিলায়
তোমাকে খুব ভালোবাসি আমি
কিন্তু বিশ্বাস নেই তোমার ছোঁয়ায়

#বিপন্নবিস্ময় 

Wednesday 18 March 2020

চলাফেরা করতে গিয়ে রাস্তায়
বুঝতে পারি জীবন এখন 
সময়ের সাথে ঘষে ঘষে 
ক্ষয়ে যাওয়া হাওয়াই চটি 
চোরেও ফিরে দেখে না
স্ট্র্যাপ বদলে দু তিন বার 
এতদিন চলেছে ভালোই
এবার ফেলে দিলেই হয় 
তবু যতদিন চলে চলুক 
এ ভাবেই টিকে যায় প্রতিবার
#বিপন্নবিস্ময়

Friday 21 February 2020

ভাষা দিবস



আজকের এই দিন টা  ভুলে যেও না
জিভের ডগায় হাতের আঙুলে আর হৃদয়ের মাঝে
অনুভব কর মায়ের পরশ মাখা মাতৃ ভাষার সুগন্ধ
কোনো ভাষাই ছোট নয় এই পৃথিবীর বুকে
যেমন সন্তান এর কাছে তার মা
তাই বাঁচিয়ে রাখো নিজের নিজের ভাষা
তার অক্ষর , বর্ণমালা , ছন্দ আর বিন্যাস
অপরের সাথে ভাগ করে 
সব ই বদলায় পৃথিবীতে তাই ভাষাও বদলাবে 
এতে অবাক হবার কিছু নেই 
আবার দুঃখ পাবার ও কোনো কারণ নেই
জল যেমন খুঁজে পায় নিজের তল
ঠিক সেই ভাবে ভাষা সমৃদ্ধ হয় 
তবে তার চর্চা হতে হবে অবিরল 

Wednesday 19 February 2020

আমায় ভুল বুঝনা


আমাকে ভুল ভেবো না যদি বলি
আমি নিজের জন্যই বেঁচে আছি
তোমার বা অন্য কারোর জন্য নয়
আমি তুমি আমরা সবাই
নিজের নিজের কক্ষপথে ধাবমান গ্রহ
পারস্পরিক মাধ্যাকর্ষনের ফলে
কখনো কাছাকাছি আসি
আবার কখনো বা দূরে চলে যায়
আমাদের আনন্দ ভালোবাসা ভাগ করে নিয়ে
সীমাবদ্ধ সময় আর প্রতিশ্রুতির গন্ডী পেরিয়ে
আমায় ভুল বুঝনা যদি বলি
কারো সন্তুষ্টির জন্য বাঁচতে আমি অপারগ
আমার অস্তিত্ব কোন বেড়া জালে
আটকে থাকার নয়
আমার সম্পর্ক গভীরে প্রবেশ করে
কিন্তু আষ্ঠেপৃষ্ঠে বেঁধে রাখে না কাউকে
প্রত্যেক জীবন তার নিজের জন্য দায়ী
পরস্পরের জন্য বাঁচি আমরা সবাই
কিন্তু নিজস্বতা ত্যাগ করে নয়
নিজের সত্তার রঙ মিশিয়ে সবার সাথে

Tuesday 14 January 2020

চাঁদের দাগ

তোমরা কেউ দেখতে পাও না
তাই জানো না 
কেমন করে অমাবস্যার অন্ধকারে
চাঁদ কে নিংড়ে চুষে 
তার ছিবড়ে নিয়ে মাতামাতি করে
হিংস্র শ্বাপদের দল
পূর্ণিমার রাতে যখন চাঁদের আলোয়
মাতোয়ারা হয়ে তার রূপে মুগ্ধ হয়ে 
সারা পৃথিবী তাকিয়ে থাকে
একটু খেয়াল করলে দেখতে পাবে
তার গায়ে ক্ষতের গভীর দাগ

#চাঁদেরদাগ 
#বিপন্নবিস্ময়
১৪ই  জানুয়ারি ২০২০

Friday 10 January 2020

বেলা শেষে

কখন নিজেকে হারিয়ে ফেলেছো 
বেলা শেষে কোন অজানা পথের সন্ধানে
স্বপ্নের উড়ো খই সময়ের সাথে
ছড়িয়ে ছিটিয়ে দিশাহীন 
ফেলে আসা পথের দুধারে
নিয়তির দুর্বোধ্য সংকেত
কালের অমোঘ নিয়ম 
এ সবের ই মাঝে হাতছানি দেয় 
ভাগ্যের চকিত পরিহাস
কোন দিন ই বুঝতে পারবে না
কখন সময় আসে বিদায় বলার
তবুও শুনে যাও বন্ধুদের বিদায় সম্ভাষণ
সন তারিখের হিসাব গুলিয়ে যায়
চিহ্নিত করার কোন উপায় নেই
ঘড়ি বা ক্যালেন্ডার টাঙানো থাকে না
সময়ের বিস্তৃত দেওয়ালে 







Wednesday 1 January 2020

নতুন বছর

সময়ের চাকার আবর্তনের মাঝে 
এক মুহূর্তের জন্য এই অপেক্ষা
তার লাগি এত আয়োজন রাতের গভীরে
কিছুক্ষণ পরেই ফিরে যাবো 
সেই পুরোনো বাঁধা গতে 
নতুন পুরোনো হতে বেশি দেরী হয় না
তবু আগমন কে স্বাগত জানানোর রীতি
আছে তাই রেখে দিয়েছি বদ অভ্যেস
এত দিন পর আর কি বদলাবে
এখন অনেক কিছুই বদলে গেছে
আগের মত এই হৃদয় ছলকে ওঠে না
কারণে বা অকারণে অথবা উদ্দাম অভিসারে
চেয়ে দেখি বাঁচার আনন্দে বুঁদ হয়ে 
সবাই কেমন আলো আঁধারে মাতোয়ারা
দেখি কারণ দেখতে ভালো লাগে 
মনে হয় এই তো সবাই বেশ আছে
থাক না রসে বশে নিজেরা মিলে মিশে
যদি এক দিন ও হৃদয়ে হৃদয় মিলে যায় 
কি আর বেশি ক্ষতি হবে এই অবেলায়

#বিপন্নবিস্ময়