কখন নিজেকে হারিয়ে ফেলেছো
বেলা শেষে কোন অজানা পথের সন্ধানে
স্বপ্নের উড়ো খই সময়ের সাথে
ছড়িয়ে ছিটিয়ে দিশাহীন
ফেলে আসা পথের দুধারে
নিয়তির দুর্বোধ্য সংকেত
কালের অমোঘ নিয়ম
এ সবের ই মাঝে হাতছানি দেয়
ভাগ্যের চকিত পরিহাস
কোন দিন ই বুঝতে পারবে না
কখন সময় আসে বিদায় বলার
তবুও শুনে যাও বন্ধুদের বিদায় সম্ভাষণ
সন তারিখের হিসাব গুলিয়ে যায়
চিহ্নিত করার কোন উপায় নেই
ঘড়ি বা ক্যালেন্ডার টাঙানো থাকে না
সময়ের বিস্তৃত দেওয়ালে
No comments:
Post a Comment