Wednesday, 1 January 2020

নতুন বছর

সময়ের চাকার আবর্তনের মাঝে 
এক মুহূর্তের জন্য এই অপেক্ষা
তার লাগি এত আয়োজন রাতের গভীরে
কিছুক্ষণ পরেই ফিরে যাবো 
সেই পুরোনো বাঁধা গতে 
নতুন পুরোনো হতে বেশি দেরী হয় না
তবু আগমন কে স্বাগত জানানোর রীতি
আছে তাই রেখে দিয়েছি বদ অভ্যেস
এত দিন পর আর কি বদলাবে
এখন অনেক কিছুই বদলে গেছে
আগের মত এই হৃদয় ছলকে ওঠে না
কারণে বা অকারণে অথবা উদ্দাম অভিসারে
চেয়ে দেখি বাঁচার আনন্দে বুঁদ হয়ে 
সবাই কেমন আলো আঁধারে মাতোয়ারা
দেখি কারণ দেখতে ভালো লাগে 
মনে হয় এই তো সবাই বেশ আছে
থাক না রসে বশে নিজেরা মিলে মিশে
যদি এক দিন ও হৃদয়ে হৃদয় মিলে যায় 
কি আর বেশি ক্ষতি হবে এই অবেলায়

#বিপন্নবিস্ময়

No comments:

Post a Comment