Sunday, 29 December 2019

পাগল

যেদিন হঠাৎ ই বুঝতে পারলাম আমি 
সারা জীবন কেটে গেছে 
নানান রঙের মুখোশ পরে
এখন সেগুলো খোলার সময় 
আমি টান মেরে সব গুলো মুখোশ 
ছুঁড়ে ফেলে দিলাম 
রাস্তায় এসে দাঁড়িয়ে আকাশে তাকালাম 
নরম রোদের স্পর্শ দিয়ে 
সূর্য আমার মুখ চুম্বন করে স্বাগত জানাল
আমি হেঁটে চললাম পথ দিয়ে
চারিদিকে চেনা মুখ 
অথচ কেউ চিনতে পারলো না আমাকে
কারণ সবাই আমার মুখোশ গুলো দেখেছে 
আমাকে দেখেনি 
তখন সেই প্রশ্ন এলো মাথায়
আচ্ছা ওরাও কি মুখোশ পরে রয়েছে 
ভীষণ হাসি পেলো 
হা হা করে হেসে উঠলাম আমি 
সবাই আমাকে পাগল ভেবে এড়িয়ে গেল
আমি গেয়ে উঠলাম 
পাগল হয়ে বন্ধু পাগল বানাইলে পাগল

#বিপন্নবিস্ময়

No comments:

Post a Comment