আমি যা দেখি তাই নিয়ে লিখি
কেউ মনে করতে ই পারে
এ সব ই নেহাৎ মূল্যহীন বা অর্থবিহীন
শব্দের কারিকুরি
সাদা পাতায় কালো কালির আঁচড় মাত্র
তবে নিশ্চয় কেউ আছে কোথাও
যে এগুলি মন দিয়ে পড়ে
বুঝতে চেষ্টা করে
আমি প্রকৃত পক্ষে কে
কি বলতে চাইলাম বা বলতে পারিনি
সে যেখানেই থাক
আমার হৃদয়ের সবটুকু উষ্ণ শুভেচ্ছা
তার জন্য রইলো এই শীতের সন্ধ্যায়
ধূসর দিগন্তের মাঝে টিম টিম তারার আলো
সেই অজানা মানুষটি আমায় পথ দেখায়
যখন মনে হয় এ সব কেন লিখি
কিসের জন্য ই বা লিখি
#বিপন্নবিস্ময়
No comments:
Post a Comment