Sunday, 14 June 2020

চিৎকার

ভিতর থেকে আসা ওই চিৎকার
কেউ শুনতে পাচ্ছে না
কোন ভগবান বা দেবতা ও নয়
পাপ পুন্য আত্মার রাংতায় মোড়া
যা কিছু শেখানো হয়েছে তোমায় 
ছোটবেলা থেকে
সব ই অলীক কল্পনা
তুমি আছো তাই ওরা আছে
না থাকলে কিছুই নেই
তাই তোমার অন্তরের আর্তনাদ 
তোমাকেই বয়ে বেড়াতে হবে
জাগ্রত থাকবে যতক্ষন 
এই বেঁচে থাকার মায়া তে
সহ্য করে যেতে হবে সব কষ্টের বোঝা
এই নশ্বর শরীর কে নিয়ে 
অমর হতে চাওয়ার চেষ্টায়
এক জঘন্য ষড়যন্ত্রের শিকার হয়ে
তোমার অস্তিত্ব জুড়ে কেবল যন্ত্রনা
বার বার তোমায় বুঝিয়ে দেবে
বাঁচা লাশ হয়ে থাকার চেয়ে ভালো
লাশ হয়ে বেঁচে যাওয়ার আনন্দ

১৫.০৬.২০২০
#বিপন্নবিস্ময় #JustArunangshu




No comments:

Post a Comment