এই অন্ধকারে আমি ছাদে একা দাঁড়িয়ে
আকাশের ফিকে চাঁদের আলোতে
দূর দিগন্তের তারাগুলির পানে তাকিয়ে
বুঝতে চেষ্টা করি পৃথিবীটি আসলে কত বড়
এবং আমরা কতটা দূরে
তারাগুলি দেখতে এতটা কাছাকাছি
মনে হয় তাদের কাছে যেতেই পারি
তাদের স্পর্শ করতে পারি
কিন্তু জানি আসলে কখনই পারবো না
এভাবেই কখনও কখনও অনেক কিছুই
যতটা কাছে মনে হয় তার চেয়ে অনেক দূরে
তাই আমাদের কিছু কিছু ব্যাপার নিয়ে ভাবা
ছেড়ে দেওয়া উচিত , ছেড়ে দিতে হয়
নাহলে তা শুধুই অর্থহীন উদ্বেগ
কত কিছুর ব্যাপারেই তো পুরোটা না জেনে
বা অনেক ক্ষেত্রে কিছুই না জেনে
এত বেশী চিন্তা করি
কি কি খারাপ হতে পারে তাই নিয়ে
নিজেদের মনেই ভয় বাসা বাঁধে
রাতের আকাশ বলে যায়
দূরের জিনিস দূরেই থাক
যা কাছে আছে আজ আছে
তাই নিয়ে বেঁচে থাক তাই নিয়ে সুখী হও
০৩.০৬.২০২০
#বিপন্নবিস্ময় #JustArunangshu
No comments:
Post a Comment