Wednesday, 3 June 2020

রাতের আকাশ

এই অন্ধকারে আমি ছাদে একা দাঁড়িয়ে
আকাশের ফিকে চাঁদের আলোতে
দূর দিগন্তের তারাগুলির পানে তাকিয়ে
বুঝতে চেষ্টা করি পৃথিবীটি আসলে কত বড়
এবং আমরা কতটা দূরে
তারাগুলি দেখতে এতটা কাছাকাছি
মনে হয় তাদের কাছে যেতেই পারি
তাদের স্পর্শ করতে পারি
কিন্তু জানি আসলে কখনই পারবো না
এভাবেই কখনও কখনও অনেক কিছুই
যতটা কাছে মনে হয় তার চেয়ে অনেক দূরে
তাই আমাদের কিছু কিছু ব্যাপার নিয়ে ভাবা
ছেড়ে দেওয়া উচিত ,  ছেড়ে দিতে হয়
নাহলে তা শুধুই অর্থহীন উদ্বেগ
কত কিছুর ব্যাপারেই তো পুরোটা না জেনে
বা অনেক ক্ষেত্রে কিছুই না জেনে
এত বেশী চিন্তা করি
কি কি খারাপ হতে পারে তাই নিয়ে
নিজেদের মনেই ভয় বাসা বাঁধে
রাতের আকাশ বলে যায়
দূরের জিনিস দূরেই থাক
যা কাছে আছে আজ আছে
তাই নিয়ে বেঁচে থাক তাই নিয়ে সুখী হও

০৩.০৬.২০২০

#বিপন্নবিস্ময় #JustArunangshu 

No comments:

Post a Comment