Friday, 22 May 2020

বেইমান রাত

নিশীথের অন্ধকারে খুবলে খুবলে
খেয়ে ফেলা রাতের অংশ 
চাঁদের আলোতে দেখা যায় না
মনের গভীরে অন্তহীন চিন্তার জাল
ভেদ করে ঘুম আসে না 
শরীরের প্রতিটি মোচড়ে উৎকণ্ঠার ব্যথা 
নিয়ে স্বপ্নের রেল লাইন বরাবর হেঁটে যাই
এলোমেলো অসংখ্য মুখের দেখা পাই
নিঃশব্দ অশরীরী ছায়ার মত হেঁটে চলেছে
তারা আমার উল্টো দিক থেকে
প্রশ্ন করলে জবাব মেলেনা 
তারা তাকিয়েও দেখেন আমার দিকে
সন্দেহ হয় ওরা কি জীবন্ত মানুষ
নাকি সারি সারি প্রেতের মিছিল 
এই পথের শেষে কি আছে 
কেনই বা তাদের এই পলায়ন 
চিন্তার জট পাকিয়ে গিয়ে সব তালগোল
বেইমান রাতের নিভৃতে এই নির্জনে 


No comments:

Post a Comment