Tuesday, 21 April 2020

স্মৃতি

আমার স্মৃতি তে
অনেকটা জুড়ে কেবল তুমি আছো
যদি পারো একবার ফিরে এসো
শুধু ফেরৎ নিতে আমার থেকে 
স্মৃতির এই বোঝা
আমি আর বয়ে বেড়াতে পারছিনা
আর তারাও যেন কেমন বদলে যাচ্ছে
খিটখিটে স্বভাবের হয়ে উঠছে
আগে তোমার কথা মনে পড়লে
ঠোঁটে এক চিলতে হাসি অনায়াসে আসত
এখন তা হয়না 
বরং একটু বিরক্তি গ্রাস করে 
অবান্তর তর্কের মত এড়িয়ে যেতে চায়
তাই বলছি আবার তোমায়
পুরোপুরি বিষিয়ে যাওয়ার আগে 
একবার ফিরে এসো 
এই স্মৃতি গুলো ফেরৎ নিয়ে যাও
নিজের সাথে 

#বিপন্নবিস্ময় 
২১শে এপ্রিল ২০২০


No comments:

Post a Comment