চারিধারে এখন ভয়ের গন্ধ পাই
গলি ঘুঁজিতেই হোক অথবা
মোড় পেরিয়ে বড় রাস্তায়
কারণ প্রতিটি পথ ই এখন নিয়ে যায়
আমাদের ভয়ের সীমানায়
ঘরের দরজা বন্ধ করে বসে আছি
আমাকে ডাকতে এসো না তুমি
খোঁজ খবর নেবার অছিলায়
তোমাকে খুব ভালোবাসি আমি
কিন্তু বিশ্বাস নেই তোমার ছোঁয়ায়
#বিপন্নবিস্ময়
No comments:
Post a Comment