Wednesday, 18 March 2020

চলাফেরা করতে গিয়ে রাস্তায়
বুঝতে পারি জীবন এখন 
সময়ের সাথে ঘষে ঘষে 
ক্ষয়ে যাওয়া হাওয়াই চটি 
চোরেও ফিরে দেখে না
স্ট্র্যাপ বদলে দু তিন বার 
এতদিন চলেছে ভালোই
এবার ফেলে দিলেই হয় 
তবু যতদিন চলে চলুক 
এ ভাবেই টিকে যায় প্রতিবার
#বিপন্নবিস্ময়

No comments:

Post a Comment