আজকের এই দিন টা ভুলে যেও না
জিভের ডগায় হাতের আঙুলে আর হৃদয়ের মাঝে
অনুভব কর মায়ের পরশ মাখা মাতৃ ভাষার সুগন্ধ
কোনো ভাষাই ছোট নয় এই পৃথিবীর বুকে
যেমন সন্তান এর কাছে তার মা
তাই বাঁচিয়ে রাখো নিজের নিজের ভাষা
তার অক্ষর , বর্ণমালা , ছন্দ আর বিন্যাস
অপরের সাথে ভাগ করে
সব ই বদলায় পৃথিবীতে তাই ভাষাও বদলাবে
এতে অবাক হবার কিছু নেই
আবার দুঃখ পাবার ও কোনো কারণ নেই
জল যেমন খুঁজে পায় নিজের তল
ঠিক সেই ভাবে ভাষা সমৃদ্ধ হয়
তবে তার চর্চা হতে হবে অবিরল
No comments:
Post a Comment