আমাকে ভুল ভেবো না যদি বলি
আমি নিজের জন্যই বেঁচে আছি
তোমার বা অন্য কারোর জন্য নয়
আমি তুমি আমরা সবাই
নিজের নিজের কক্ষপথে ধাবমান গ্রহ
পারস্পরিক মাধ্যাকর্ষনের ফলে
কখনো কাছাকাছি আসি
আবার কখনো বা দূরে চলে যায়
আমাদের আনন্দ ভালোবাসা ভাগ করে নিয়ে
সীমাবদ্ধ সময় আর প্রতিশ্রুতির গন্ডী পেরিয়ে
আমায় ভুল বুঝনা যদি বলি
কারো সন্তুষ্টির জন্য বাঁচতে আমি অপারগ
আমার অস্তিত্ব কোন বেড়া জালে
আটকে থাকার নয়
আমার সম্পর্ক গভীরে প্রবেশ করে
কিন্তু আষ্ঠেপৃষ্ঠে বেঁধে রাখে না কাউকে
প্রত্যেক জীবন তার নিজের জন্য দায়ী
পরস্পরের জন্য বাঁচি আমরা সবাই
কিন্তু নিজস্বতা ত্যাগ করে নয়
নিজের সত্তার রঙ মিশিয়ে সবার সাথে
No comments:
Post a Comment