হৃদয়ে হৃদয় মিশিয়ে দিয়ে শোনো
আমার হৃদয়ের এই গান
ফিরে ফিরে আসবে আবার সেই
ভুলে যাওয়া পুরানো স্মৃতির টান
মনের অন্তঃস্থল থেকে উঠে আসা
পরস্পর কে বিশ্বাসের স্থান
আঙুলে আঙুল ছুঁয়ে অনুভব করো
স্পর্শের মায়াবী আঘ্রান
মৌনতার মাঝে শুনিয়ে যায় আজ
অন্ধকারে আলো হয়ে জ্বলা প্রাণ
হোক তারা ভরা এই রাতের গভীরে
চাঁদের আলোয় আমাদের মিলন স্নান
No comments:
Post a Comment