Thursday, 20 August 2020

প্রেমিক

একদা আমি প্রেমিক ছিলাম 
তারপরে কি যে হল কে জানে
এত প্রেম কোথা দিয়ে চলে গেল
আমাকে নিঃস্ব করে পুরোপুরি
পথ ভুল হল নাকি বদলে গেল
এক বুক ভরা হতাশা কে সঙ্গী করে
বিবর্ণ রং চটা জানালার পর্দা হয়ে
আমি ঝুলে আছি প্রেমহীন অস্তিত্ব নিয়ে
বসন্ত বাতাস দোলা দিয়ে যায়
বর্ষা র ছিটে লেগে ভিজেও যায় 
তবু হারিয়ে যাওয়া সেই রঙ
আর ফিরে আসে না চেষ্টা করেও
বোধহয় আসবেও না আর

#বিপন্নবিস্ময় #JustArunangshu

No comments:

Post a Comment