Thursday, 13 August 2020

বরাদ্দ

যে শ্বাস গুলো নিয়ে বাঁচি আমরা 
এই জীবন থেকে পরের জীবন পর্যন্ত
সে গুলো অনেক কথা বলে যায় 
এবং শেষ পর্যন্ত এভাবেই এখানে
অস্তিত্বের এক সীমাহীন ক্ষেত্র নিয়ে
অনেক কবিতা ফুটে উঠবে 
বসন্তের হাওয়াতে প্রজাপতি হয়ে 
স্মৃতির বাগানে শেষ সূর্যমুখী হয়ে
নির্জনতার মাঝে সমযের আঙ্গুল 
বিলি কেটে যাবে মাথার চুলে
সব ভুলিয়ে দেওয়া সেই ছোঁয়ার পরশে
বেঁচে থাকার জন্য বরাদ্দ রেখো
একটি দিন আর জীবনের কিছু মুহূর্ত 

No comments:

Post a Comment