Saturday, 25 July 2020

ভয়

তুমি ওদের ভয় কর
কারন ওরা  আলাদা
ওরা তোমার মত নয়
তাই তোমার চোখে
ওদের বেশভূষা
ওদের খাওয়াদাওয়া
সব কিছুই তোমার কাছে
কেমন অদ্ভুত লাগে
কোন ক্ষতি করেনি তোমার
তবুও ওদের সাথে এই পৃথিবী
ভাগ করে নিতে
ভীষণ আপত্তি তোমার
কেন এই ঘৃণা নিজেই জানো না
তবু তুমি ওদের ভয় কর
ওদের প্রতি তোমার
এই অজানা নিঃশব্দ বিতৃষ্ণার
আয়নার মত প্রতিফলন
ওদের কোঁচকানো চোখে
ঘৃণার বিষ মাখা নজরে
চেয়ে দেখা একে অপরকে
#বিপন্নবিস্ময় #JustArunangshu 

No comments:

Post a Comment