তুমি ওদের ভয় কর
কারন ওরা আলাদা
ওরা তোমার মত নয়
তাই তোমার চোখে
ওদের বেশভূষা
ওদের খাওয়াদাওয়া
সব কিছুই তোমার কাছে
কেমন অদ্ভুত লাগে
কোন ক্ষতি করেনি তোমার
তবুও ওদের সাথে এই পৃথিবী
ভাগ করে নিতে
ভীষণ আপত্তি তোমার
কেন এই ঘৃণা নিজেই জানো না
তবু তুমি ওদের ভয় কর
ওদের প্রতি তোমার
এই অজানা নিঃশব্দ বিতৃষ্ণার
আয়নার মত প্রতিফলন
ওদের কোঁচকানো চোখে
ঘৃণার বিষ মাখা নজরে
চেয়ে দেখা একে অপরকে
#বিপন্নবিস্ময় #JustArunangshu
No comments:
Post a Comment