Wednesday, 22 July 2020

স্মৃতির হাতছানি


সেই সব স্মৃতির হাতছানি
জেদী ঘোড়ার শক্তি নিয়ে
আমাকে টেনে নিয়ে যায়

সমুদ্র ডাকে আমায় 
তার নীলাভ মহিমায়
বিস্তৃত তার বিশাল সীমানায়
শূন্যতার মাঝখানে উথাল পাথাল
ক্রমাগত উঁচু নিচু ঢেউ 

অথবা সমতল ঘাসে ভরা প্রান্তর
সেখানে পুরানো বীজ চাষ
বছর কয়েক আগে রোপণ করা 
চারা গুলো কখন যে শুকিয়ে গেছে 
বুঝতেও পারিনি শিকড় আলগা ছিল

ধুলোর মাঝে খুঁজে বেড়াই
বালির মাঝে হাতড়ে চলি 
সেই চিহ্নের খোঁজে
যে অভাবের সাথে লড়াই করেছি
উপহাস গায়ে মেখে বিশাল মরুভূমির



 





No comments:

Post a Comment