Tuesday 15 September 2020

বাতিঘর

 সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি 

আমি প্রাচীন বাতিঘর 

আবার নেমেছে রাত 

এই ব্যাপ্ত চরাচর তার 

নিস্তব্ধ অমোঘ আলিঙ্গনে 

এখন সময় চুপ করে 

চুঁইয়ে পড়ে 

আকাশের গায়ের থেকে 

কোন কথার প্রয়োজন নেই 

কোন গল্পের আয়োজন নেই 

শুধু এক প্রহরীর মত দাঁড়িয়ে 

আমি সাক্ষী থাকি 

কিভাবে উড়ে যায় রাত 

সাঁতার কেটে  ঢেউদের সাথে


No comments:

Post a Comment