প্রথম আঘাতের সেই চিহ্ন গুলো
গভীর ক্ষত হয়ে রয়ে গেলো অস্তিত্বের ঠিকানায়
তারপরে এই পৃথিবীতে কত দিন থেকে রাতে
বদলেছে অনেক কিছুই আনন্দ বেদনাতে
সংশয় আর অবিশ্বাসের দোলাচলে
বাস্তব ও কল্পনার অভেদ্য মায়াজালে
এক নির্জন অন্ধকার ঘর হয়ে পড়ে ছিলাম
বাইরে থেকে আসা যাওয়া কেউ করেনি কোন দিন
স্নিগ্ধ মোমবাতির আলো হয়ে তুমি হঠাৎ এলে
এক দিন সেই বন্ধ দরজার আগল ভেঙে
আলো তে আঁধারে মেশা সেই মিলন আবেশ
কাঁপা কাঁপা ছায়ার মায়াতে বাঙময় হয়ে
রেখে গেলো কিছু উজ্জ্বল রঙিন দাগ
বিবর্ণ ছোপ ধরা দেওয়ালের গায়ে
No comments:
Post a Comment