শুধু চা দিলে?
সাথে বিস্কিট দিলে না
বেশি বিস্কিট খাওয়া ভালো নয়
বয়স হচ্ছে এবার কমাও এসব
বেশ তবে একটু বিষ দাও
এই কীটের জীবন বেঁচে থাকতে
আর ভালো লাগছে না
বাজে বোকো না
তোমার ভালোর জন্য বলছি
সে জানি
আমার ভালো করাতেই তোমার আনন্দ
আনন্দের কি দেখলে ?
শরীরের যত্ন নিতে হয় বুঝলে
এই তোমার সমস্যা
শুধু শরীর টাই দেখলে মন টা বুঝলে না
মন বলে কিছু হয় না
ও সব লোক দেখানো ঢঙ
No comments:
Post a Comment