Saturday, 3 August 2019

মায়াবিনী

রক্ত সন্ধ্যায় যখন
সিঁদুরে রাঙা আকাশ
ধীরে ধীরে অন্ধকার
ছেয়ে ফেলে চারিদিক
বিলুপ্ত প্রায় চরাচর
কার আশায় সেজে ওঠে
রোশনাই এর পসরা সাজিয়ে
মায়াবিনী চোখের ইশারায়
বিশাল অট্টহাসে
এই রাতের শহর ভেসে যায়
বেলেল্লা বিলাসে
কবির কল্পনা নিছক মুহূর্তের
স্থান নেই তার বাস্তব জগতের
শরীরের কোনো খাঁজে

#কবিতা #JustArunangshu

No comments:

Post a Comment