রক্ত সন্ধ্যায় যখন
সিঁদুরে রাঙা আকাশ
ধীরে ধীরে অন্ধকার
ছেয়ে ফেলে চারিদিক
বিলুপ্ত প্রায় চরাচর
কার আশায় সেজে ওঠে
রোশনাই এর পসরা সাজিয়ে
মায়াবিনী চোখের ইশারায়
বিশাল অট্টহাসে
এই রাতের শহর ভেসে যায়
বেলেল্লা বিলাসে
কবির কল্পনা নিছক মুহূর্তের
স্থান নেই তার বাস্তব জগতের
শরীরের কোনো খাঁজে
#কবিতা #JustArunangshu
No comments:
Post a Comment