Saturday, 3 August 2019

ব্যবধান

নৈ:শব্দের ব্যবধান
দুজনার মাঝে
অদৃশ্য পর্দার মত
মাঝে মাঝে নাড়া দিয়ে
জানান দিয়ে যায়
তার অমোঘ উপস্হিতি
ক্রমশ: বেড়ে ওঠা
ভুল বোঝাবুঝি গ্রাস করে
অবহেলায় ফেলে রাখা জমি
অপচয়ের হাত ধরে
ক্ষয়ে যাওয়া শিকড়
আলগা হতে হতে
কখন যে বেরিয়ে আসে
না বলা কথা গুলো
আবর্জনার স্তুপ হয়ে জমে
ক্রমশ: দুর্গন্ধ ছড়ায়

#JustArunangshu #কবিতা

No comments:

Post a Comment