একটু ঘুরিয়ে, উল্টে পাল্টে দেখলে
মনে হয় এমনটাই ঠিক
কতবার এভাবেই ভুল ভেঙে যায়
কাছ থেকে দেখে
কত কি অন্য রকম মনে হয়
দৃষ্টিভঙ্গি দৃষ্টিকোণ সব কিছুই
বদলে যায় সময়ের সাথে
ভেবে হাসি পায় কি মূর্খের মতই
বিশ্বাস করে এসেছি
যা আদপেই সত্যি ছিল না
এদিকে সময় বয়ে যায় প্রচণ্ড বেগে
এই গ্রহ ঘুরপাক খায় সূর্যের চারিধারে
তার চেয়ে অনেক বেশি গতিতে
অবস্থান প্রতি নিয়ত পাল্টে যায়
দেখে বোঝা যায় না বুঝে নিতে হয়
#বিপন্নবিস্ময়
No comments:
Post a Comment