Thursday, 5 September 2019

বিপদের হাতছানি

ধীরে ধীরে কোনো অজানা নেশার
শিরায় শিরায় ছড়িয়ে পড়া
এক অস্থির উত্তেজনা
বিষাক্ত মাকড়সার বোনা বিভ্রমের জাল
আহত শ্বাপদ অপেক্ষা করে
শিকারের সন্ধানে
বিপদের হাতছানি প্রতি পদে
তবু রহস্যের প্রলোভন
টেনে আনে নতুন ভাগ্য সন্ধানী
অপরিচিত আগন্তুকের আর্ত চিৎকার
অন্ধকার এ হারিয়ে যাবে
গাছের পাতার শিহরণ জাগিয়ে
আগুনের আহ্বানে অগ্নিস্নান
কীট পতঙ্গের অমোঘ নিয়তি

No comments:

Post a Comment