আমার বিবেক
প্রতিদিন আমি ধুয়ে মুছে সাফ রাখি
যাতে কোন দাগ দেখা না যায়
খেয়াল রাখি কোন গর্তের ভিতর
দিয়ে কোন অবান্তর প্রশ্ন এসে
বাসা না বাঁধে
মাঝে মাঝে লোক জনের সামনে
এই পরিস্কার পরিচ্ছন্ন
বিবেকের কথা বলে বাহবা কুড়াই
তবে ইদানীং লক্ষ্য করছি
কেমন যেন চটচটে তরল
লেগে রয়ে থাকে
জানিনা বাইরের কোনো প্রভাব
নাকি ভেতর থেকে রক্তের ক্ষরণ
No comments:
Post a Comment