Thursday, 12 September 2019

ভেজা দিন

বর্ষা ধারায় এই ভেজা ভেজা দিন
তোমার মাঝে হারিয়ে যাওয়ার দিন
শরীরে শরীর ছুঁয়ে উত্তাপ নেওয়ার দিন
আবছা আলোয় তোমায় আবিষ্কারের দিন
তোমার নরম পরশ মেখে শুয়ে থাকার দিন
তোমার এলানো চুলের গন্ধ শোঁকার দিন
আর ও বেশি করে তোমাকে কাছে পাবার দিন
ফুঁসে ওঠা আবেগের ধারায় বয়ে যাওয়ার দিন
ফিরে ফিরে আসুক এই দিন জীবনে প্রতিদিন

No comments:

Post a Comment