Thursday, 26 September 2019

পিতামহের মুখ

গতকাল ম্লান গোধূলির আলোয়
মেঘের মাঝে হঠাৎ দেখি
আমার পিতামহের মুখ
শান্ত সমাহিত কিন্তু কিছুটা মলিন
যেন কোন দুঃখের খবর দিতে চান
ছিন্নবিচ্ছিন্ন আমি দেখি দূর থেকে
তাঁর অসহায় মুখ
তাঁর দুঃখের কারন জানিনা আমি
অথচ মনে হয় যদি পাশে বসে
হাত দুটি ধরে ফিরে যেতে
পারতাম শৈশবের দিনে
হয়ত বেশ খুশি হতেন তিনি
আমিও কিছুটা হালকা হতে পারতাম

No comments:

Post a Comment