আমি যন্ত্র আমার হৃদয় নেই
তাই যন্ত্রনা নেই
সূক্ষ্ম তারে বাঁধা ক্ষুদ্র টুকরোগুলো
আমার শরীরে বাঁধা
আমার মন বলে কিছু নেই
আমাকে যা করতে বলা হয়
আমি করি নিশ্চিত ভাবে
অবধারিত লক্ষ্যে যাওয়াই আমার কাজ
আমার মস্তিস্ক বিচার করে না
আমার অনুভূতি বিদ্যুতের তরঙ্গ খেলা করে লক্ষ কোটি বাইনারি কোডের সংগ্রহ
অদ্ভুত হিজিবিজি সংকেতে
যার কাছে আমার পাসওয়ার্ড আছে
আমি শুধু তার বিশ্বস্ত দাস
তবে ভালোবাসা পাবে না আমার কাছে
আনুগত্য কি জিনিষ বুঝি না
আমি যন্ত্র আমার হৃদয় নেই
No comments:
Post a Comment