Sunday, 29 September 2019

সমুদ্র পরী

ভঙ্গুর তরঙ্গগুলির ক্লান্তিহীন উদ্দাম আদরে
গোধূলির গোলাপি দিগন্ত জুড়ে
বিদায়ী দিনের রেশ
ধীরে ধীরে গ্রাস করে চরাচর
সব দিক মুছে যায়
রহস্যের ছোঁয়া লাগা রাতের অন্ধকারে
অস্থির গভীরতায়
কিসের আকাঙ্ক্ষা নিয়ে
সমুদ্রের পরী ফ্যাকাশে চাঁদ এর
সাথে ফিসফিস করে কথা বলে
জ্যোৎস্নার আলোতে

No comments:

Post a Comment