Tuesday, 1 October 2019

তুমি একটুও বদলে যাওনি

আমাকে ভেবে আঁকিবুঁকি কাটো
হিসাবের খাতার পেছনের পাতায়
আপন মনে পুরোনো দিনের কথা মনে করে
পেন্সিল এর আঁচড় গুলো
থমকে যায় হঠাৎ করে
বিশেষ কোনো মুহূর্তের স্মৃতিতে গিয়ে ফিরে
ঝাপসা ধোঁয়ার মাঝে হারিয়ে যেতে যেতে
এক চিলতে হাসি ফোটে ঠোঁটের কোণে
এভাবেই ফিরে এসো আবার আমার কাছে
আমার থেকে অনেকদুরেও থেকে আমার মনে
না তুমি একটুও বদলে যাওনি
ঠিক আগের মতোই আছো আমি জানি

No comments:

Post a Comment