এভাবেই পড়ে থাকে অর্ধ সমাপ্ত ক্যানভাস
মরচে ধরা গ্রীলের জানালার ফাঁক দিয়ে
যখন শরতের রোদ এসে উঁকি দেয়
জলছবির রং দিয়ে সাজানো পৃথিবী
মুহূর্তের জন্য স্থির চালচিত্র
এই দৃশ্য আঁকা কি সম্ভব আমার পক্ষে
কিভাবেই বা বন্দী করি একে ক্যামেরার ফ্রেমে
কেউ চাইলেই কি
এই সাম্রাজ্যের মালিক হতে পারে
তার চেয়ে এই ভালো লাগা টুকু থাক
ভালোবাসার ছোঁয়া নিয়ে আমাদের মাঝে
No comments:
Post a Comment