তোমার চুম্বনে নেশা ধরা
কোন সুগন্ধি মশলার স্বাদ পাই
মাতাল করা ফুলের গন্ধ পাই
নির্জন দ্বীপের মাঝে অজানা লতার খোঁজ পাই
গভীর আশ্লেষে এক তীব্র সুখের ছোঁয়া পাই
কোনো জাদুকরী মায়াতে অবশ হয়ে
আমি চোরা স্রোতে ভেসে যাই
ইচ্ছের ডানা মেলে তোমার মাঝে
হারিয়ে যেতে চাই
জীবনে সময় বাকি আর কিছু দিন
জানিনা তারপর কি হবে আমার
এই পৃথিবীতে তোমার চুম্বন বাঁচার রসদ
আর ও বেশী করে তুমি চুম্বন করো আমায়
No comments:
Post a Comment