Wednesday, 2 October 2019

অশান্ত বিকেল

অশান্ত বিকেল খুঁজে ফেরে এক রক্ত মাখা রাত্রি
হিংস্র কোন দুঃস্বপ্নের ছোঁয়ায়
ঘুমন্ত শ্বাপদ জেগে উঠে শিকারের খোঁজে
এ গলি ও গলি ছুটে বেড়ায়
পোড়া মাংসের গন্ধ ওঠে হাজার চিতার ধোঁয়ায়
এ বড় কঠিন সময়
অন্ধকারেও আততায়ীর মুখ বড় চেনা লাগে
আপন যাদের ভেবেছিলে তাদের অচেনা লাগে
কাউকে কখন ও বাঁচাবার চেষ্টা করে দেখা হয়নি
নিজেকে বাঁচিয়ে এসেছি সব কিছু থেকে
আজ আমায় বাঁচাবে কে এই ঘোর অমানিশায়

No comments:

Post a Comment