প্রাচীন এই নদীর ধারে বিশাল অরণ্যে
সমাহিত আছে সহানুভূতির শেষ চিহ্ন ফলক
আজকের হৃদয়ে বাস করা ধূসর ধন্যবাদ
হঠাৎ মুখোমুখি দ্বৈত বাস্তবের মায়াজালে
অতীত রোমন্থনের নিঃসঙ্গ রঙে ভোর আসে
দীর্ঘ রাতের প্রতীক্ষার পরে পাতা ঝরা বিচরণভূমিতে
প্রতিটি শ্বাসের মধ্যে বেঁচে থাকার গভীর আকাঙ্খা
অতিবাহিত জীবনের খন্ড চিত্রপট মেলে ধরে
No comments:
Post a Comment