ওপর থেকে আঁচড় কেটে
দেখলে বোঝার উপায় নেই ভেতরে কতটা গলে গেছে
সিন্দুকে আগলে রাখা
পুরোনো চিন্তাধারার সম্পদ
তবু ও এখনো মাথা নেড়ে
এড়িযে যাওয়া দেওয়ালের লিখন
নিজের ভেতরে ওঠা দ্বন্দ্বের
উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে
বিপ্লব পথ ভুল করে চলে গেছে
কিন্তু জীবন থেমে থাকেনি
শীত গ্রীষ্ম বর্ষায় পেটের তাগিদে
কাম ক্রোধ লালসার আগুনে
এই প্রান্তর থেকে তেপান্তরে
দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে
সিন্দুক খুলতে হবেই একদিন
পচা গন্ধের ভয়ে খোলা হয় না
No comments:
Post a Comment