Sunday, 4 August 2019

নরম দুঃখ

শান্ত নিস্তব্ধতার মাঝে
সময়ের ধীর গতি
দীর্ঘ প্রতীক্ষার প্রহর
নিজের জমানো গল্পের
ঝাঁপি খুলে দেখে নেওয়া
ডায়েরীর এর পাতা উল্টে
হাত বুলিয়ে পরশ করে
প্রাচীন অলংকার এর মত
নরম দুঃখের সেই ছোঁয়াগুলো
আবার নেড়ে চেড়ে দেখা
স্মৃতির মেঘলা আকাশ
আজ ও চোখের কোণ
ভিজিয়ে দিয়ে যাবে মনে হয়
#কবিতা #JustArunangshu

No comments:

Post a Comment