শান্ত নিস্তব্ধতার মাঝে
সময়ের ধীর গতি
দীর্ঘ প্রতীক্ষার প্রহর
নিজের জমানো গল্পের
ঝাঁপি খুলে দেখে নেওয়া
ডায়েরীর এর পাতা উল্টে
হাত বুলিয়ে পরশ করে
প্রাচীন অলংকার এর মত
নরম দুঃখের সেই ছোঁয়াগুলো
আবার নেড়ে চেড়ে দেখা
স্মৃতির মেঘলা আকাশ
আজ ও চোখের কোণ
ভিজিয়ে দিয়ে যাবে মনে হয়
#কবিতা #JustArunangshu
No comments:
Post a Comment