আবছা আলোতে কাঁপা
ছায়াগুলো ফিস ফিস করে
গোপন রহস্যের কথা বলে
মাঝরাতের আকাশ
মহাসমুদ্রের মত বিস্তৃত
সেখানে আমি সাঁতার কাটি
নিজের ভাগ্য কে সম্বল করে
জাহাজডুবি হওয়া এক নাবিক
চাঁদের মায়াবী আলোয়
তারাদের মুচকি হাসিতে
কোন মহাজাগতিক চক্রান্তের
হদিস পাই আমি
#JustArunangshu
#কবিতা
No comments:
Post a Comment