এই বালুকাবেলা
ভীষণ চেনা আমার
তাই বার বার এখানে ফিরে আসি
সমুদ্র তটে দাঁড়িয়ে
ঢেউ দের দেখি মন দিয়ে
বুঝতে চেষ্টা করি ওদের মন
আজ কেমন আছে
শান্ত নিবিড়তায়
পা ভিজিয়ে চলে যাবে
নাকি আছড়ে পড়বে উত্তাল হয়ে
সমুদ্রের ঢেউ
হৃদয়ের প্রতিধ্বনি তোলে
আকাশ কে সাক্ষী রেখে
তার নোনা জল
আমাদের কান্নার শেষ পরিণতি
No comments:
Post a Comment