Thursday, 8 August 2019

মাকড়সার জাল

অন্ধকারে দেখা যায় না
সূক্ষ্ণ মাকড়সার জাল
কিভাবে জড়িয়ে রাখে 
কত প্রেম, ভালোবাসা,রাগ,হিংসা
তোমার ভেতরেও উঁকি দিয়ে দেখো
দেখবে জাল বিছানো আছে
হৃদয়ের অন্তস্থল থেকে মাথার গভীরে
তোমার যা কিছু সব
সেই জালে আটকে আছে
চাইলেও কি বেরিয়ে আসতে পারবে
সেই ফাঁদ থেকে
পারবে
যদি আলো ফেলে সেই জাল
চোখে পড়ে এক বার
চেষ্টা করেই দেখো না

No comments:

Post a Comment