Saturday, 24 August 2019

সে আছে

সে এসেছিল
আমায় ভালোবেসেছিল
ভালোবাসা পেয়েছিল
তারপরে চলে গিয়েছিল
অনেক দূরে
আমাদের সবাইকে ছেড়ে
কোথায় আছে কেমন আছে
কিভাবে আছে সে
কেউ জানে না
জানতে পারবেও না
তবু আজ ও যখন সূর্য ওঠে
তার রোদের ছটায় মাঠে
নাম না জানা যে ফুল ফোটে
তাদের পাখিরা এসে ডাকে
তখন মনে পরে তাকে
ভালো লাগার সেই ব্যথা
মনে করিয়ে দেয় তার কথা
বুঝি হৃদয়ের অন্তরে
ছড়ানো তেপান্তরে
সে আছে
সে আমার সাথেই আছে

No comments:

Post a Comment