তেপান্তরের মাঠের মাঝে
নিশুতি রাতের ডাকে
চামড়া মেদ মজ্জার খোলস
থেকে বেরিয়ে এসে
খেলা করে
কিছু অচেনা কঙ্কাল
নীলাভ চাঁদের আলোতে
তাদের অট্টহাসি শুনে
বুঝতে পারি
আমাদের ক্রমাগত ভুলে
তারা বেশ মজা পাচ্ছে
ঠাহর করে দেখলে
ওদের অনেকের ই মুখ
চেনা চেনা ঠেকবে
ওরা আমাদের মাঝেই
ছিল এতদিন
আজ খোলস ছেড়ে
বাইরে আসার সাহস পেয়েছে
#কবিতা #বিপন্নবিস্ময় #JustArunangshu
No comments:
Post a Comment