সময়ের ছোট ছোট বিস্ফোরণ
আর স্তব্ধতার যতি চিহ্নে
ভাসমান উড়ো খই এর মত
এই যে আমি রয়েছি এভাবে
চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে
অথচ ঠিক নিজের সাথেই জুড়ে
ঘুরে চলেছি চেনা বৃত্তের
কিছুটা গতানুগতিক পথে
এভাবেই গড়ানো জলের ধারা
নিজের হিসেবে তল খুঁজে নেবে
17.07.2019
#কবিতা
No comments:
Post a Comment