এই একলা অবেলায়
কি ফিরে পেতে চাও
বিষণ্নতার সীমানা পেরিয়ে
একটানা ঢেউয়ের আঘাতে
সেই বালুকাবেলায়
এখানে ওখানে আছে
শুধুই স্মৃতি রা ছড়িয়ে
কান পেতে শোনা যায়
হাওয়াতে ফিস ফিস শব্দের
যে মৃদু অনুরণন
তার উৎস সন্ধানে কতদূর
যেতে পারে ক্লান্ত হৃদয়
সন্ধ্যা যে নামছে এখন
#কবিতা #বিপন্নবিস্ময়
#justarunangshu
No comments:
Post a Comment