Wednesday, 24 July 2019

একলা অবেলায়

এই একলা অবেলায়
কি ফিরে পেতে চাও
বিষণ্নতার সীমানা পেরিয়ে
একটানা ঢেউয়ের আঘাতে
সেই বালুকাবেলায়
এখানে ওখানে আছে
শুধুই স্মৃতি রা ছড়িয়ে
কান পেতে শোনা যায়
হাওয়াতে ফিস ফিস শব্দের
যে মৃদু অনুরণন
তার উৎস সন্ধানে কতদূর
যেতে পারে ক্লান্ত হৃদয়
সন্ধ্যা যে নামছে এখন

#কবিতা #বিপন্নবিস্ময়
#justarunangshu

No comments:

Post a Comment